আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের কাছে হতশ্রী হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে কানেরিয়া বলেছেন, পাড়ার টিমও পাকিস্তানের জাতীয় দলের থেকে ভাল। 

পাক মুলুকে গিয়ে বাংলাদেশ হারিয়ে এসেছে বাবর আজমদের। সেই বাংলাদেশ আবার ভারতের মাটিতে এসে প্রথম টেস্টে হতশ্রী ভাবে হার মেনেছে। কানেরিয়া বলছেন, ''পাকিস্তান ক্রিকেট টিমের মান এতটাই পড়ে গিয়েছে যে পাড়ার যে কোনও টিম ওদের থেকে ভাল। মানের এই অবনতি হয়েছে পিসিবি-র জন্য। জাতীয় দলের এই হতশ্রী পারফরম্যান্সের জন্য পিসিবিই দায়ী।'' 

বাবর আজমের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হল কেন, সেটাও বোধগম্য হচ্ছে না কানেরিয়ার। তিনি বলেছেন, ''বাবর আজমকে কেন নেতৃত্ব দেওয়া হল জানি না। সরফরাজ আহমেদ তো ভালই ক্যাপ্টেন্সি করছিল। এই পাকিস্তান দলে নেতা হওয়ার মতো যোগ্যতা নেই কারওর। ক্যাপ্টেন নিজে চাপ নেয়। নিজের পারফরম্যান্স দিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। বাবর ও শান মাসুদ দু'জনেই এই ব্যাপারে চূড়ান্ত ব্যর্থ।'' কানেরিয়ার প্রশ্ন, ''ঘরের মাঠে খেলতে নেমেছে অথচ কেউ কি সেঞ্চুরি করতে পেরেছে পাকিস্তানের?'' 

পাক ক্রিকেট নিয়ে প্রশ্ন অনেক। উত্তর দেওয়ার কেউ নেই।