আজকাল ওয়েবডেস্ক: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি ট্রফি হাতে নেওয়ার সময়ে রোহিত শর্মার সেই সেলিব্রেশন নিশ্চয় মনে আছে ক্রিকেটপ্রেমীদের। 

তারও আগে বিশ্বকাপ ট্রফি হাতে নেওয়ার সময়ে লিও মেসির উদযাপনও মনে থাকারই কথা।  মেসি-রোহিতদের সেলিব্রেশন আইকনিক হয়ে গিয়েছে ক্রীড়ামহলে। 
মেসি-রোহিতের সেলিব্রেশন বুদাপেস্টে ফিরিয়ে আনলেন তানিয়া সচদেব ও ডি গুকেশ।

হাঙ্গেরির রাজধানীতে এবার বসেছিল দাবা অলিম্পিয়াড। সেখানে পুরুষ ও মহিলা বিভাগে সোনা জেতে ভারত। ভারতীয়দের সাফল্যের পরে নরেন্দ্র মোদি টুইট করেন, ঐতিহাসিক জয় ভারতের। আমাদের দল ৪৫-তম দাবা অলিম্পিয়াড জিতেছে। চেস অলিম্পিয়াডে ভারত পুরুষ ও মহিলা বিভাগে সোনা জিতেছে। পুরুষ ও মহিলা দলের অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য অভিনন্দন। এই উল্লেখযোগ্য সাফল্য ভারতীয় ক্রীড়ার ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করবে।  

দাবা অলিম্পিয়াড থেকে গতবার ব্রোঞ্জ এসেছিল ভারতে। এবার এল সোনা। ডি গুকেশ দাবা অলিম্পিয়াডে দ্বিতীয় সোনা জেতেন। গোটা টুর্নামেন্টে তিনি অপরাজিত ছিলেন।  ৯টিতে জয় এবং একটিতে ড্র করেন তিনি। বেস্ট পারফর্মার হন অর্জুন। 

পুরুষদের প্রতিযোগিতার প্রথম আট রাউন্ডে ভারত ধরাছোঁয়ার বাইরে ছিল। নবম রাউন্ডে উজবেকিস্তানের সঙ্গে ড্রয়ের পরে দশম রাউন্ডে ফের জয় পায় ভারতের পুরুষ দল। মার্কিন যুক্তরাষ্ট্রকে হারানোর পরে শেষ রাউন্ডে স্লোভেনিয়াকে হারিয়ে সোনা জেতে পুরুষ দল। মহিলারা আজারবাইজানকে হারানোর পরেও  সোনা জয় নিশ্চিত ছিল না।

মার্কিন যুক্তরাষ্ট্র ও কাজাখস্তানের ম্যাচের ফলাফলের উপরে নির্ভর করেছিল ভারতের সোনা জয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও কাজাখস্তানের ম্যাচ ড্র হওয়ায় ভারতের মহিলা দল সোনা জেতে। সেই ঐতিহাসিক সাফল্যের জন্য গুকেশদের কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। তাঁদের সেলিব্রেশনও মনে রাখবেন দেশের ক্রীড়াপ্রেমীরা।