আজকাল ওয়েবডেস্ক: স্বপ্ন ভাঙল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। স্বপ্ন ভাঙল আল নাসেরের। ২-০ গোলে এগিয়ে থেকেও শেষমেশ আল নাসের ২-৩ গোলে হারল আল ইত্তিহাদের কাছে।
এই ম্যাচ জয়ের ফলে আল নাসরের থেকে ১১ পয়েন্টে এগিয়ে গিয়েছে আল ইত্তিহাদ। ৩০ ম্যাচে আল ইত্তিহাদের পয়েন্ট ৭১। সম সংখ্যক ম্যাচ খেলে আল নাসেরের পয়েন্ট ৬০।
রোনাল্ডোর হতশ্রী পারফরম্যান্স ভক্ত-সমর্থকদের হতাশ করে। ম্যাচের ১১ মিনিটে সিআর সেভেনের বাঁ দিক থেকে নেওয়া একটি শট চলে যায় ডান দিকের কর্নার ফ্ল্যাগের কাছে। যা দেখার পরে হেসে ফেলেন স্বয়ং রোনাল্ডো।
Cristiano telling the Nassr players they have gone to sleep after Al Ittihad equalised.pic.twitter.com/3RanNsvgDn
— Al Nassr Zone (@TheNassrZone)Tweet by @TheNassrZone
নিজের উপরে যেমন হতাশ ছিলেন রোনাল্ডো, তেমনি সতীর্থদের উপরেও পর্তুগিজ মহাতারকা হতাশা প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওয় দেখা গিয়েছে আল ইত্তিহাদ দ্বিতীয় গোল শোধ করার পরে রোনাল্ডো ঘুমিয়ে পড়ার মতো ভঙ্গি করে সতীর্থদের দেখাচ্ছেন।
এই ম্যাচ হারের ফলে আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কি খেলতে পারবে আল নাসের? রোনাল্ডোর ক্লাবের সম্ভাবনা কমল।
