আজকাল ওয়েবডেস্ক:‌ অবশেষে বিয়ে করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দীর্ঘদিনের বান্ধবী জিওর্জিনা রডরিগেজকে। আগামী বছর বিয়ে করবেন পর্তুগিজ তারকা। 


৯ বছর ধরে একসঙ্গে রয়েছেন রোনাল্ডো ও তাঁর বান্ধবী। অবশেষে বিয়ের সিদ্ধান্ত। ইতিমধ্যেই তিনি ঠিক করে নিয়েছেন বিয়ের ভেন্যু। রোনাল্ডোর বিয়ে হবে তাঁর জন্মভূমি মাদেইরার ফুনচালের ৫১১ বছরের প্রাচীন চার্চে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘‌দ্য সান’‌ জানিয়েছে, আগামী বছর ফিফা বিশ্বকাপের পর বিয়ে করবেন রোনাল্ডো–জিওর্জিনা। ১৫১৪ সালে নির্মিত ক্যাথিড্রাল অফ ফুনচাল। মাদেইরার সবচেয়ে পুরনো ক্যাথিড্রাল এটাই। রোনান্ডো যে হাসপাতালে জন্মেছিলেন, সেখান থেকে মাত্র দুই কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই চার্চ। ছোটবেলার ক্লাব সিওনাল দা মাদেইরাও এর কাছাকাছি। রোনাল্ডোর বয়স যখন ১২, এখান থেকে স্পোর্টিং লিসবনে যোগ দিয়েছিলেন তিনি। তারপর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি।


প্রসঙ্গত, নভেম্বরের শুরুতে রোনাল্ডো বলেছিলেন, ‘‌তখন মোটামুটি রাত ১টা হবে। আমাদের মেয়েরা তখন ঘুমোচ্ছিল। আমার এক বন্ধু একটা আংটি জিওকে (জিওর্জিনা) দেওয়ার জন্য দিয়েছিল। আমি এমনিই রিংটা দিতে যাচ্ছিলাম। তখন আমার দুই সন্তান এসে বলে, ‘বাবা, তুমি মাকে এই আংটি দিয়ে বলো তোমাকে বিয়ে করতে।’ আমিও ভাবলাম, এটাই সেই মুহূর্ত। আমার মেয়েরা দেখছিল। আমার বন্ধুও ক্যামেরায় সব রেকর্ড করছিল।’‌


২০২৬ সালে ১১ জুন থেকে ১৯ জুলাই অবধি চলবে ফিফা বিশ্বকাপ। তারপরই বিয়ে করবেন রোনাল্ডো। এমনটাই এখনও পর্যন্ত ঠিক আছে। প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে জিওর্জিনার সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন রোনাল্ডো। বহু প্রতীক্ষিত এই বিয়ে উপলক্ষে চাঁদের হাট যে বসতে চলেছে তা বলা বাহুল্য। 


এটা ঘটনা, ২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জিওর্জিনা। মাদ্রিদে সুপারশপের কর্মী জিওর্জিনার সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। তাঁদের দু’টি সন্তানও রয়েছে। সব মিলিয়ে পাঁচ সন্তান রয়েছে আল নাসের তারকার। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি।