আজকাল ওয়েবডেস্ক: চল্লিশেও গোল করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে গোল করলেন সিআর সেভেন।
একই দিনে নেশনস লিগ কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে খেলার জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন পোর্তুগিজ রোনাল্ডো।
আল নাসের-এর জার্সিতে শেষ তিনটি ম্যাচেই গোল পেয়েছেন রোনাল্ডো। আল নাসের ৩-১ গোলে হারিয়েছে আল খলুদকে।
এই ম্যাচে জয়ের ফলে আল নাসের পয়েন্ট তালিকায় উঠে এসেছে তিন নম্বরে। তার পরই সোশ্যাল মিডিয়ায় সিআর সেভেন লিখেছেন, ''আরও একটা যুদ্ধ জয়। চলো এগিয়ে চলো।''
 
 ম্যাচের ৪ মিনিটে গোল করেন রোনাল্ডো। ৬০ মিনিটে তাঁকে তুলে নেওয়া হয়। স্বাভাবিক ভাবে তিনি খুশি হননি। কারণ আরও বেশিক্ষণ সময় তাঁকে মাঠে রাখলে তিনি আরও গোল করতে পারতেন। 
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনাল্ডোর গোলসংখ্যা এখন ৯২৮। আর ৭২ গোল করলে হাজার গোলের মাইলস্টোন ছোঁবেন।
আল নাসেরের ডিফেন্ডার নাওয়াফ বোশাল ৫৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনে নেমে যায় আল নাসের। আল নাসের এগিয়েছিল ৩-০ গোলে।
সেই সময়ে ঝুঁকি নিতে চাননি আল নাসেরের কোচ। তুলে নেন পর্তুগিজ নায়ককে। রোনাল্ডো ছাড়াও আল নাসেরের হয়ে গোল করেন সাদিও মানে ও জন ডুরান। আল খলুদ ৭২ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান কমায়।
গোল করলেও, দল জিতলেও রোনাল্ডো কিন্তু সন্তুষ্ট নন পুরো সময় না খেলার জন্য। সমর্থকরা অবশ্য এর মধ্যেও অন্য গন্ধ পাচ্ছেন। কেউ বলছেন, ১০০০ গোল করতে চান রোনাল্ডো, কিন্তু কোচ তা চান না।
