আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে নেওয়া হল। সেটা মানতে পারলেন না পর্তুগিজ নায়ক। দৃশ্যতই হতাশ দেখাল তাঁকে। তাঁর হতাশা আরও বাড়ল ম্যাচটা আল নাসের হেরে যাওয়ায়।
২০২৬ সালের শুরুটা ভাল যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এ কি কোনও ইঙ্গিত দিচ্ছে? হতেও পারে। নাও হতে পারে।
সৌদি প্রো লিগে সব ক'টি ম্যাচেই হার মেনেছে রোনাল্ডোর ক্লাব আল নাসের। আল হিলালের কাছে ৩-১ গোলে হেরে যায় আল নাসের।
ম্যাচের ৪২-তম মিনিটে আল নাসেরকে এগিয়ে দেন স্বয়ং রোনাল্ডো। এগিয়ে গিয়েও হার হজম করতে হল আল নাসেরকে।
বিরতির পরে ম্যাচের ছবিটাই বদলে যায় পুরোদস্তুর। আল নাসেরের ফুটবলার মহম্মদ সিমাকানকে ফাউল করা হলে পেনাল্টি দেওয়া হয় আল হিলালকে। আল দাসারি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আল হিলালের হয়ে।
Cristiano Ronaldo was visibly frustrated after being subbed off as Al-Hilal took the lead over Al-Nassr 👀 pic.twitter.com/slTA2zXTZr
— FOX Soccer (@FOXSoccer)Tweet by @FOXSoccer
এদিকে আল হিলালের রুবেন নেভেসের সঙ্গে আল নাসের গোলকিপার নওয়াফ আল আকিদি ঝামেলায় জড়িয়ে পড়েন। ভিএআর দেখে লাল কার্ড দেখানো হয় আকিদিকে। আল নাসের নেমে যায় ১০ জনে। এরকম পরিস্থিতিতে যে দল সংখ্যায় বেশি থাকে, তারা নিউমেরিক্যাল অ্যাডভান্টেজের সুবিধা নেয়। আল হিলালও তাই করে। ৮১ মিনিটে মহম্মদ কান্নো এগিয়ে দেন আল হিলালকে। অ্যাডেড টাইমে পেনাল্টি থেকে গোল করে আল হিলালের জয় নিশ্চিত করেন রুবেন নেভেস।
প্রায় পঁচিশ বছর ধরে গোল করে চলেছেন রোনাল্ডো। অবিশ্বাস্য এক রেকর্ডের পিছনে তিনি ধাওয়া করছেন। এক হাজার গোলের মাইলস্টোন ছোঁয়ার দিকে তিনি অগ্রসর হচ্ছেন। চলতি বছরে এখনও পর্যন্ত তিনি একটি গোল করেছেন। আর সেই গোলটি এসেছে সৌদি প্রো লিগে আল হিলালের বিরুদ্ধে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে রোনাল্ডো ৪১টি গোল করেছিলেন। ২০২৪ সালে ৪৩ গোল তাঁর ঝুলিতে। প্রকৃত অর্থেই তিনি গোলমেশিন। কী সেই ম্যাজিক যার জন্য এই ২৫ বছর ধরে তিনি গোল করেই চলেছেন।
তবে আল হিলালের বিরুদ্ধে গোল করলেও রোনাল্ডোর হতাশ মুহূর্ত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
