আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। রোনাল্ডো সেটাই দেখাচ্ছেন। কেরিয়ারের এই সায়াহ্নে পৌঁছে সিআর সেভেন নিয়মিত গোল করে চলেছেন। তিনি গোল করছেন, গোল করাচ্ছেন। এগিয়ে চলেছেন রোনাল্ডো। 

সৌদি আরবে রোনাল্ডোর কেরিয়ার দু'বছরে পা দিল। আল নাসেরের জার্সিতে গোল দিয়ে ও গোল করিয়ে '১০০' হয়ে গেল পর্তুগিজ মহাতারকার। 

সৌদি প্রো লিগে আল নাসের ৩-১ গোলে হারায় আল খালিজকে। সেই ম্যাচে জোড়া গোল রোনাল্ডোর। প্রথমটি ৬৫ মিনিটে নিচু শটে। আর এই গোল করেই এক মাইলফলক ছোঁন পর্তুগিজ কিংবদন্তি। ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর ৯২ ম্যাচে ১০০ গোলে অবদান রাখা হয়ে গেল রোনাল্ডোর। গোল করেছেন ৮২টি, অ্যাসিস্ট করেছেন ১৮টি। 

রোনাল্ডোর দ্বিতীয় গোলটি অ্যাডেড টাইমে। সব মিলিয়ে ১০১ গোলে জড়িয়ে রয়েছে রোনাল্ডোর নাম। এই ম্যাচ জিতে আল নাসের তিন নম্বরে উঠে এসেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে আল নাসের।