আজকাল ওয়েবডেস্ক: গোল করেই চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি গোল করলেন, তাঁর দল জিতল। ম্যাচ জিতে উঠেও ক্ষুব্ধ রোনাল্ডো। তাঁর গোল বাতিল করায় প্রবল অসন্তুষ্ট পর্তুগিজ মহাতারকা।
সৌদি প্রো লিগে আল ফতেকে ১-৩ গোলে হারায় আল নাসের। রোনাল্ডো গোল করেন। আল নাসেরের হয়ে গোল করেন ফরাসি ডিফেন্ডার সিমাকান। অপর গোলটি আত্মঘাতী। আল ফতের হয়ে একটি গোল করেন মুরাদ।
ম্যাচের ৪১ মিনিটে আত্মঘাতী গোলে আল নাসেরকে এগিয়ে দেন মারওয়ানে সাদানে। দ্বিতীয়ার্ধে আরও দু'টি গোল করে আল নাসের।
ম্যাচের ৮৭ মিনিটে গোল করে আল নাসরের জয় নিশ্চিত করেন রোনাল্ডো। কেরিয়ারের ৯২০-তম গোল এটি। শেষ ৮ ম্যাচে ১০ গোল করেছেন পর্তুগিজ এই তারকা।
ম্যাচে রোনাল্ডোর দুটি গোল বাতিল হয়। তিনি ক্যামেরার সামনেই অসন্তোষ প্রকাশ করেন। বন্ধু সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের সঙ্গে কথা বলতে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে। তিনি বলেন, ''আমি গোল করি ওরা তা চায় না।'' পিয়ার্স মর্গ্যানও তাঁকে বলেন, ''গোলটা ভাল ছিল তোমার। ওরা ডাকাতি করেছে।''
