আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক আগে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ''দ্য চ্যাপ্টার ইজ ওভার।'' ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে তৈরি হয় জল্পনা। তাঁর নতুন ঠিকানা নিয়ে পত্রপত্রিকায় শুরু হয় লেখালেখি।
সেই সিআর সেভেনের সৌদি অধ্যায় এখনই শেষ হচ্ছে না। নতুন করে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের সঙ্গে ২ বছরের চুক্তি করতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। সূত্রের খবর এমনটাই।
৪০ বছর বয়সি রোনাল্ডোর সঙ্গে আল নাসেরের চুক্তি শেষ হচ্ছে জুনের শেষে। নতুন করে আল নাসেরের সঙ্গে চুক্তি করায় সৌদি আরবে তাঁর ভক্তরা আরও দুই বছর দেখতে পাবেন সিআর সেভেনকে।
২০২২ সালের ডিসেম্বরে আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। আল নাসেরের জার্সিতে ১১১টি ম্যাচে ৯৯টি গোল করেন তিনি। এদিকে স্তেফানো পিওলির সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে আল নাসেরের। সেপ্টেম্বরে তাঁর হাতে ওঠে দলের রিমোট কন্ট্রোল। সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে শেষ করে আল নাসের।
