আজকাল ওয়েবডেস্ক: আগামী বছরও আল নাসেরেই থাকবেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর সঙ্গে চুক্তি নবীকরণ করা হবে। দুই পক্ষেরই সম্মতি রয়েছে। রোনাল্ডো অবশ্য এখনও সই করেননি। আগামী কয়েকদিনের মধ্যেই সরকারি ভাবে ঘোষণা করা হবে। সদ্য চল্লিশে পা দিয়েছেন রোনাল্ডো। ২০২৫ সালের জুনে শেষ হচ্ছে আল নাসেরের সঙ্গে সিআর সেভেনের চুক্তি। পরের বছরও মহানায়ক থাকছেন সৌদির ক্লাবে।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। ৯০টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে সিআর সেভেনের। তাঁর ঝুলিতে ৮২টি গোল।
গত বছরের আগস্টে রোনাল্ডো বলেছিলেন, পেশাদার কেরিয়ারের শেষ দিন পর্যন্ত তিনি থাকবেন আল নাসেরে। পেশাদার কেরিয়ার শেষ হওয়ার আর বেশিদিন সময়ও নেই। খুব বেশি হলে আর ২-৩ বছর রোনাল্ডো থাকবেন আল নাসেরে।
সৌদি আরবে পা রাখার পর রোনাল্ডো গোল করেই চলেছেন। পেশাদার কেরিয়ারে হাজার গোলের মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায় রোনাল্ডো।
বিশ্বকাপ জয় অধরাই থেকে যাবে পর্তুগিজ মহাতারকার কেরিয়ারে। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিও মেসি বিশ্বকাপ জিতে ফেলেছেন। রোনাল্ডো হয়তো কেরিয়ার শেষ করবেন এই আক্ষেপ নিয়ে যে সব জিতে নিলেও বিশ্বকাপ জেতা হল না।
