আজকাল ওয়েবডেস্ক: আল নাসেরে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ক্লাবকে ট্রফি দিতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অপেক্ষা আরও বাড়ল আল নাসের সমর্থকদের। অপেক্ষা বাড়ল রোনাল্ডোরও। আল নাসেরকে ২-৩ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল কাওয়াসাকি ফ্রন্তালে। 

ম্যাচের একেবারে শেষ লগ্নে গোল করার সুযোগ নষ্ট করলেন সিআর সেভেন। তীব্র হতাশা ফুটে উঠল তাঁর চোখে মুখে। এএফসি চ্যম্পিয়ন্স লিগে শেষ চার থেকে বিদায় নিল আল নাসের।  

রোনাল্ডো ছিটকে যাওয়ার পরে শুরু হয় ট্রোলিং। ধেয়ে আসে কটাক্ষ। এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়ে গিয়েছে।'' 

আরেক ভক্ত লিখেছেন, ''রোনাল্ডো ফুটবল ছাড়ার আগেই যে ফুটবল তোমাকে ছাড়বে।'' আরেকজন লিখেছেন, ''এই লোকটা এখন আর মজার না… শুধু অহঙ্কারে ভরা।'' 

কেউ লেখেন, ''মেসির বিশ্বকাপ জয় মানসিকভাবে শেষ করে দিয়েছে রোনাল্ডোকে।'' 

অনেকে আবার তাঁর স্বার্থপরতা নিয়েও প্রশ্ন তোলেন। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ''রোনাল্ডো নিজের রেকর্ডের জন্য খেলে, দলের জন্য নয়।'' 

এতকিছুর পর রোনাল্ডো কিন্তু অবসরের পথে হাঁটছেনই না। তিনি লিখেছেন, ''সবসময় স্বপ্ন পূরণ হয় না। আমাদের পারফরম্যান্স নিয়ে গর্বিত। আমাদের পাশে যাঁরা আছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই''