আজকাল ওয়েবডেস্ক: বুধবার ৪০-এ পা দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল দুনিয়া তাঁকে নিয়ে উচ্ছ্বসিত হবে। এই চল্লিশেও থামার কোনও লক্ষ্মণ নেই সিআর সেভেনের। তিনি গোল করছেন, গোল করাচ্ছেন। 

নিজের জন্মদিনের উপহার যেন নিজেকেই দিলেন পর্তুগিজ মহাতারকা। জন্মদিনের আগে জোড়া গোল করেন রোনাল্ডো।

সেটি আবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। আল নাসেরের প্রতিপক্ষ ছিল আল ওয়াসল। ম্যাচটি আল নাসের ৪-০ গোলে জেতে। 

রোনাল্ডো মাঠে মানেই সব আলো তিনি শুষে নেবেন। এর ব্যতিক্রম হল না এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও। 

রোনাল্ডো প্রথম গোলটি করেন ম্যাচের ৪৪ মিনিটে।  পেনাল্টি থেকে গোলটি করেন সিআর সেভেন। ৭৮ মিনিটে সাদিও মানের ক্রস থেকে দুরন্ত হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন মহাতারকা। 

চলতি মরশুমে আল নাসেরের হয়ে ২৫টি ম্যাচ থেকে ২৩টি গোল করা হয়ে গেল সিআর সেভেন-এর। 


 
রোনাল্ডো  জোড়া গোল করায় তাঁর ব্যক্তিগত গোলসংখ্যা এখন ৯২৩। এগিয়ে চলেছেন তিনি। তাঁর চিন্তায় চেতনায় হাজার গোল। 

সিউ সেলিব্রেশনের জন্য বিখ্যাত রোনাল্ডো। জন্মদিনের আগে গোল করে নতুন উদযাপন রোনাল্ডোর। বিমান ওড়ার ভঙ্গি করেন তিনি। পরে হাতটা নামিয়ে আনেন তিনি। তাঁর এহেন উদযাপনকে অনেকেই বলছেন, নতুন সিউ উদযাপন। 

?ref_src=twsrc%5Etfw">February 3, 2025