আজকাল ওয়েবডেস্ক: সৌদি প্রো লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের বিরুদ্ধে ৩-১ গোলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আল নাসর। জোড়া গোল করে গোটা ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুক্রবারের ম্যাচ পর ৯৩০ গোল হয়ে গেল তাঁর। ১০০০ ছুঁতে বাকি মাত্র ৭০টা।

 

এই জয়ের ফলে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে আল নাসর ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। ম্যাচের ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরের জয় নিশ্চিত করেন সিআর সেভেন।

 

১০০০ গোল করা নিয়ে ম্যাচের পর তিনি জানান, ‘বর্তমান মুহূর্তটা উপভোগ করা দরকার। আমি ১০০০ গোলের পেছনে ছুটছি না। হলে ভাল, যদি না হয়, তাও ঠিক আছে। এখনকার মুহূর্তটাই সবচেয়ে বিশেষ। আমি সেটা উপভোগ করেছি। আমি দু’গোল করেছি বলে খুশি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ডার্বি জয়। আমরা একটি দুর্দান্ত দলের বিরুদ্ধে খেলেছি, তাও আবার তাদের মাঠে।

 

এখনও ন’টি ম্যাচ বাকি রয়েছে, আর একটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ আছে। সবকিছুই সম্ভব। আমাদের বিশ্বাস রাখতে হবে’। রোনাল্ডোর জোড়া গোল মানসিক ভাবে অনেকটাই চাঙ্গা করে দিয়েছে আল নাসরকে।