আজকাল ওয়েবডেস্ক: সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর এবং আল শাবাবের ম্যাচের আগে ওয়ার্ম-আপ সেশনে ঘটল এক অবাক করা ঘটনা। কিংবদন্তি পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে দেখা হয়ে গেল তারই ‘লুক-অ্যালাইক’ বলে পরিচিত গোকমান আকদোগানের! মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সৌদি প্রো লিগের এই ম্যাচটি অনুষ্ঠিত হয় আল-আওয়াল পার্কে। তার আগেই ওয়ার্ম-আপ সেশনে রোনাল্ডো মুখোমুখি হন তারই মতো দেখতে গোকম্যানের সঙ্গে।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দু’জনকে কথা বলতে দেখা গিয়েছে। রোনাল্ডো আকদোগানকে দেখে বলে ওঠেন, তোমাকে মোটেই আমার মতো দেখতে না! তুমি আমার মতো নও। অবশ্য, রোনাল্ডোর এই বক্তব্যের পরেও দমে যাননি গোকম্যান। বরং, তিনি পর্তুগিজ মহাতারকাকে প্রশংসায় ভরিয়ে দেন, ‘তুমি সেরা! তুমি সেরা ভাই! তুমি সর্বশ্রেষ্ঠ’! সৌদি প্রো লিগের এই ম্যাচ ২-২ গোলে ড্র হয়। উল্লেখ্য, আকদোগান একজন তুর্কি বংশোদ্ভূত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যিনি মূলত রোনাল্ডোর সঙ্গে তাঁর চেহারার আশ্চর্য মিলের কারণে জনপ্রিয়তা অর্জন করেছেন। টিক টক অ্যাপে তাঁর ১.৫ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে এবং তাঁর কনটেন্ট ১৫ মিলিয়নের বেশি লাইক অর্জন করেছে।

 

তবে তুরস্কের আদানা শহরের বাসিন্দা হলেও বর্তমানে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তিনি। তাঁর ব্র্যান্ড ভ্যালু বাড়াতে। তাঁকে প্রায়শই রিয়াধের রাস্তায় ঘুরতে দেখা যায়। সেখানে তিনি রোনাল্ডোর মতো পোশাক পরে, স্টাইলিশ সানগ্লাস পরে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন। তাঁর কনটেন্টে থাকে কমেডি ভিডিও থেকে শুরু করে ফুটবল সংক্রান্ত একাধিক পোস্ট। যা সাধারণত তুর্কি, আরবি ও ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। রোনাল্ডোর সঙ্গে আকদোগানের এই মজার মুহূর্ত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।