আজকাল ওয়েবডেস্ক: উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডেনমার্কের হয়ে গোল করার পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা রাসমুস হল্যান্ডকে দেখা যায় কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আইকনিক ‘সিউউউউ’ সেলিব্রেশন করতে। শুধু তাই নয়, নিজের আদর্শের সামনে এই সেলিব্রেশন করে রাসমুস রীতিমত ভাইরাল হয়ে গিয়েছেন সমাজমাধ্যমে। বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগালের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয় পায় ডেনমার্ক।

 

আর ম্যাচের একমাত্র গোলটি করেন হল্যান্ড। ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেমে গোল করার পর ২২ বছর বয়সি এই স্ট্রাইকার কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে যান সতীর্থদের সঙ্গে উদযাপনের জন্য এবং এরপর রোনাল্ডোর বিখ্যাত ‘সিউউউ’ স্টাইলে সেলিব্রেশন করেন তিনি। তবে হল্যান্ডের এমন কাণ্ডের পরেও বিন্দুমাত্র অসন্তুষ্ট নন রোনাল্ডো। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এর ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘এটা আমার কাছে কোনও সমস্যাই নয়। 

 

আমি জানি, এটা অসম্মান প্রদর্শনের জন্য নয়। শুধু হল্যান্ড নয়, সারা বিশ্বে অনেকেই আমার সেলিব্রেশন করে। আমি যথেষ্ট বুদ্ধিমান, আমার এটুকু বোঝার ক্ষমতা আছে। আমার কাছে এটা সম্মানের বিষয়। আশা করি রবিবার ওর সামনে আমি নিজেও এটা করতে পারব। সেটাই এখন আমার কাছে চ্যালেঞ্জ’। রবিবার উয়েফা নেশনস লিগের দ্বিতীয় লেগে ফের মুখোমুখি হবে পর্তুগাল ও ডেনমার্ক। সেখানে রোনাল্ডোর প্রতিক্রিয়া দেখার জন্য মুখিয়ে থাকবেন ফুটবলপ্রেমীরা।