আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (NSW) ব্লুজ দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে এক তরুণ ক্রিকেটারকে নিজের নগ্ন ছবি পাঠানোর অভিযোগ উঠেছে।
এই অভিযোগের পরই তাঁর ক্রিকেটার রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘দ্য এজ’। শুক্রবার জরুরি বোর্ড মিটিংয়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমের দাবি, অভিযুক্ত ক্রিকেটারের নাম আইনি কারণে প্রকাশ করা হয়নি। তাঁকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে।
জানা গিয়েছে, ওই ক্রিকেটার নিউ সাউথ ওয়েলস ব্লুজের হয়ে খেলেছেন। এমনকী, তিনি একটি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিরও সদস্য ছিলেন।
ক্রিকেট NSW-এর এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, একটি গুরুতর অভিযোগ সম্পর্কে অবগত হওয়ার পরই বোর্ড অবিলম্বে সংশ্লিষ্ট ক্রিকেটারের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
এর ফলে তাঁকে সমস্ত ধরনের ক্রিকেট সংক্রান্ত কার্যকলাপ থেকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে। তদন্ত চলাকালীন এই বিষয়ে আর কোনও মন্তব্য করা সম্ভব নয়।
অভিযুক্ত ক্রিকেটারের ক্লাবও আলাদা করে একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, অভিযোগের বিষয়টি জানা মাত্রই নিউ সাউথ ওয়েলস ক্রিকেট কর্তৃপক্ষের ইন্টেগ্রিটি ইউনিটকে জানানো হয়েছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রিকেটারকে ক্লাবের সব ধরনের কার্যকলাপ থেকে বরখাস্ত করা হয়েছে। তবে সংবাদমাধ্যম দ্য এজের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় একাধিক অভিযোগকারী থাকতে পারেন।
অন্যদিকে news.com.au জানিয়েছে, অভিযুক্ত ক্রিকেটার এনএসডব্লিউ ব্লুজের হয়ে শেফিল্ড শিল্ডে খেলেছেন এবং বিগ ব্যাশ লিগেও অংশ নিয়েছিলেন।
