আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড় এক্সপ্রেসে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনেই প্রাণ হারালেন ৩৮ বছরের বিশেষভাবে সক্ষম ক্রিকেটার। হুইলচেয়ার টুর্নামেন্ট খেলতে দিল্লি থেকে গোয়ালিয়র যাচ্ছিলেন পাঞ্জাবের বিক্রম সিং। সেই সময়ই এই ঘটনা ঘটে। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ইমার্জেন্সী কল করে মেডিক্যাল সাহায্য চাওয়া হয়। কিন্তু সঠিক সময় চিকিৎসা মেলেনি। ট্রেন মথুরা স্টেশন পৌঁছনোর আগেই মৃত্যু হয় বিক্রমের।
বুধবার রাতে হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে সতীর্থদের সঙ্গে ছত্তিশগড় এক্সপ্রেসে চাপেন বিক্রম। ট্রেন ছাড়ার পরই বুকে ব্যথা অনুভব করেন। ট্রেন মথুরা পৌঁছনোর আগেই অবস্থায় অবনতি হয়। রিপোর্ট অনুযায়ী, চিকিৎসা ব্যবস্থা চেয়ে ভোর ৪.৫৮ মিনিটে রেলের হেল্পলাইনে ইমার্জেন্সী নম্বরে ফোন করা হয়। একাধিকবার ফোন করা সত্ত্বেও কোনও সাহায্য মেলেনি। ট্রেন দেড় ঘণ্টা দেরিতে চলায় সকাল ৮.১০ মিনিটে মথুরা পৌঁছয়। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিক্রম। তাঁর এক সতীর্থ বলেন, 'আমাদের চোখের সামনে ও যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমরা একাধিকবার মেডিক্যাল সাহায্যের জন্য ফোন করি। কিন্তু সাহায্য পাইনি।' মথুরা স্টেশনে জিআরপি ট্রেন থেকে বিক্রমের মরদেহ নামিয়ে পোস্টমর্টেমে পাঠায়। এই ঘটনা রেলের ইমার্জেন্সী মেডিক্যাল সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছে। কেন সঠিক সময় চিকিৎসা পৌঁছয়নি, সেই নিয়ে শুরু হয়েছে তদন্তও।
