আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট ম্যাচে নামতে চলেছে ভারত ও ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের এটি প্রথম ম্যাচ, এবং এটি অনুষ্ঠিত হবে লিডসের হেডিংলি স্টেডিয়ামে। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করতে চলেছে ইংল্যান্ড। নিজেদের ঘরের মাঠে জয় দিয়ে টুর্নামেন্টের সূচনা করতে চাইবে বেন স্টোকসের দল। অন্যদিকে, ভারতীয় দল বর্তমানে রূপান্তরের পর্যায়ে। বিরাট কোহলি, রোহিত শর্মা নেই।
নতুন অধিনায়ক শুভমান গিল দল সামলাবেন। নতুন ও তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া এই দল ইংল্যান্ড সফরে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। কোথায় এবং কখন দেখতে পাবেন দুই হেভিওয়েট দলের এই যুযুধান লড়াই? শুক্রবার লিডসে ভারত- ইংল্যান্ড টেস্ট শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৩.৩০ থেকে। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের টেলিভিশন সম্প্রচার স্বত্ব রয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্কের হাতে। প্রথম টেস্টটি সরাসরি সম্প্রচারিত হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওসিনেমা এবং হটস্টার অ্যাপে।
এছাড়া ডিডি স্পোর্টস চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে টেস্ট ম্যাচ। হটস্টারে প্রথম কয়েক মিনিট বিনামূল্য দেখালেও সম্পূর্ণ ম্যাচ দেখতে হলে সাবস্ক্রিপশন নিতে হবে। দর্শকদের কাছে জিওসিনেমা বা হটস্টারে বিভিন্ন প্ল্যান বেছে নেওয়ার সুবিধা রয়েছে। পাশাপাশি, রিচার্জের সঙ্গেও বিভিন্ন অফার দিচ্ছে সিম সংস্থাগুলি। এই সিরিজের মাধ্যমে শুরু হতে চলেছে ভারতীয় টেস্ট ক্রিকেটের নতুন অধ্যায়। ভারতীয় দল নতুন অধিনায়কের দায়িত্বে ঘুরে দাঁড়াতে মরিয়া, আর ইংল্যান্ড চায় নিজেদের দাপট বজায় রাখতে। এখন দেখার, হেডিংলির মাটিতে কারা এগিয়ে থাকে এই টেস্টের লড়াইয়ে।
