আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল ফাইনালের জন্য থমকে গেল বিয়ে। জয়ের পর বিরাটের চোখে তখন আনন্দাশ্রু। ট্রফি নিয়ে উৎসবে মেতে রজত পতিদাররা। তখন দেশের অন্য প্রান্তে দেখা গেল একটি বিরল ছবি। 


সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। কোথাকার ভিডিও তা জানা যায়নি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সেই ভিডিওয় দেখা গেছে, বিয়েবাড়িতে বর–কনের দিকে কারও নজর নেই। সকলের চোখ বড় স্ক্রিনে। সেখানে চলছে আইপিএল ফাইনাল। বিরাট কোহলিরা কাপ জিততেই বিয়েবাড়ি বদলে গেল স্টেডিয়ামে। চিৎকার শুরু হল, ‘আরসিবি, আরসিবি’। 

?ref_src=twsrc%5Etfw">June 3, 2025


ওই ভিডিওয় দেখা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানে সকলে বড় স্ক্রিনে আইপিএলের ফাইনাল দেখছেন। পাশেই মণ্ডপে বিয়ে হচ্ছিল। কিন্তু আরসিবি–র আইপিএল জয়ের মুহূর্তে সকলের চোখ স্ক্রিনে। থমকে যায় বিয়ে। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করে এক জন লিখেছেন, ‘‌বিয়েবাড়িতে রয়েছি। থমকে গেছে বিয়ে। সকলে আরসিবি–র জয়ের মুহূর্ত দেখছে।’‌ ভাইরাল হওয়া ভিডিওয় আরসিবি–র জন্য চিৎকারও শোনা যায়। আরসিবি জিততেই অনেকে আনন্দে লাফাতে থাকেন। 


পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। বুধবার দল বেঙ্গালুরু ফেরার পর হবে ভিকট্রি প্যারেড। এদিকে, আরসিবি জেতার পর নেপালেও উৎসবে মেতেছিলেন আরসিবি ভক্তরা। সেই ভিডিওয় সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে।