আজকাল ওয়েবডেস্ক: পর্তুগিজ ফুটবল তারকা এবং বিশ্বের অন্যতম ক্রীড়া আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সোমবার রাতে তাঁর দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এমনটাই জানা গিয়েছে জর্জিনার সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে। জর্জিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনাল্ডোর দেওয়া হীরের আংটির ছবি প্রকাশ করে বাগদানের খবর নিশ্চিত করেছেন। আর্জেন্টাইন-স্প্যানিশ এই মডেল পোস্টে সেই ছবি দিয়ে পোস্টে লিখেছেন একটা কথাই, যাতে শোরগোল পড়ে গিয়েছে সারা বিশ্বে। পোস্টে তিনি উত্তর দিয়েছেন ‘হ্যাঁ’।

যা প্রকাশ পেতেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গিয়েছে। জর্জিনার পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি যে আংটিটি পরে রয়েছেন তা প্রায় ৫ সেন্টিমিটার লম্বা। আংটির কেন্দ্রে বড় একটি ওভাল-আকৃতির হীরে এবং দু’পাশে দুটি ছোট হীরে বসানো রয়েছে। বিখ্যাত অলঙ্কার বিশেষজ্ঞ ব্রিওনি রেমন্ডের মতে, মূল ওভাল আকৃতির হীরেটি ২৫ থেকে ৩০ ক্যারেটের মধ্যে হতে পারে। যদিও অন্য কয়েকজন অলঙ্কার বিশেষজ্ঞ জানাচ্ছেন, মূল হীরেটি ১৫ ক্যারেটের হবে তার বেশি নয়। আবার, ফ্রাঙ্ক ডার্লিংয়ের প্রতিষ্ঠাতা কেগান ফিশারের মতে, আংটির দু’পাশের হীরেগুলি প্রায় ১ ক্যারেট করে।

আরও পড়ুন: আহত অবস্থায় চিকিৎসা তো হলই না, মৃত্যুর পরেও ১১ ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে রইলেন তরুণ, যোগীরাজ্যের ঘটনায় শোরগোল

রোনাল্ডো তাঁর দীর্ঘদিনের বান্ধবীকে যে আংটি দিয়েছেন তার মূল্য শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই। অবশ্য, সিআর সেভেন যা আয় করেন তার কাছে এই আংটির মূল্য কিছুই নয়। জানা যাচ্ছে, অত্যন্ত উচ্চমানের এবং বিরল আকারের এই হীরের আংটির বর্তমান বাজারমূল্য ২০ লক্ষ থেকে ৫০ লক্ষ মার্কিন ডলারের মধ্যে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৬.৮ কোটি থেকে ৪২ কোটি টাকা বলে অনুমান করেছেন বিশেষজ্ঞরা। লরেল ডায়মন্ডসের লরা টেলরের মতে, ওই আংটির ন্যূনতম মূল্য ২০ লক্ষ ডলার তো হবেই। আবার, রেয়ার ক্যারাটের সিইও অজয় আনন্দ জানাচ্ছেন, ওই আংটির মূল্য সর্বোচ্চ ৫০ লক্ষ ডলার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Georgina Rodríguez (@georginagio)