আজকাল ওয়েবডেস্ক:‌ ক্যানসারকে হারিয়ে ফের ক্রিকেট মাঠে ফিরছেন ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স। আইপিএলে আবার ধারাভাষ্য দিতে দেখা যাবে তাঁকে। 
গলার ক্যানসারে আক্রান্ত ছিলেন উইলকিন্স। এখন সুস্থ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‌গলার ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠেছি এখন। ভারতে যাচ্ছি আইপিএলে যোগ দিতে। ভেবেই দারুণ লাগছে। নতুন জীবন পেলাম। বয়সটা মনে হচ্ছে কমে গেছে।’‌


প্রসঙ্গত, ৭১ বছরের উইলকিন্স জনপ্রিয় ধারাভাষ্যকার। ক্রিকেট জীবনে গ্ল্যামারগন ও গ্লস্টারশায়ারের হয়ে খেলেছেন তিনি। ছিলেন বাঁহাতি পেসার। তবে চোটের জন্য তাঁর কেরিয়ার দীর্ঘায়িত হয়নি। এরপরই ধারাভাষ্যে চলে আসেন। সেই ১৯৮৪ সাল থেকে ধারাভাষ্যকারের কাজ করছেন তিনি। মূলত ক্রিকেটের ধারাভাষ্যকার হলেও রাগবি, টেনিস ও গল্‌ফেও ধারাভাষ্যকার হিসাবে দেখা গিয়েছে উইলকিন্সকে।


প্রসঙ্গত, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জিওফ্রে বয়কটও গলার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে ফের ধারাভাষ্যেও ফেরেন। তবে সম্প্রতি সেই ক্যানসার আবার ফিরে এসেছে। কিছুদিন আগেই ফের গলায় অস্ত্রোপচার হয় তাঁর। এখন কিছুটা ভাল আছেন। এবার জানা গেল অ্যালান উইলকিন্সও গলার ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠেছেন। চলতি আইপিএলেই ধারাভাষ্য দিতে দেখা যাবে তাঁকে।