আজকাল ওয়েবডেস্ক: আই লিগ নিয়ে নাটক অব্যাহত। ৬ এপ্রিল আই লিগ শেষ হয়ে গেলেও চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়নি। শনিবার অ্যাপিল কমিটির বৈঠকের পর চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে ফেডারেশনের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ইন্টার কাশি। রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার হুঁশিয়ারি আই লিগের ক্লাবের। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার হুমকি দেয় ইন্টার কাশি। একটি বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, '৬ এপ্রিলের আগে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এছাড়াও অ্যাপিল কমিটির শুনানিতে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, সেটা ঠিক নয়। তাই বিচার পেতে ক্যাস-এর দ্বারস্থ হচ্ছে তাঁরা। সঠিক বিচার পাওয়ার সবরকম চেষ্টা করা হবে।' এদিকে এই নিয়ে তৃতীয়বার আই লিগ চ্যাম্পিয়ন হল চার্চিল ব্রাদার্স।
আই লিগে ৪০ পয়েন্টে শেষ করে চার্চিল। ইন্টার কাশি শেষ করে ৩৯ পয়েন্টে। সমস্যা ইন্টার কাশি এবং নামধারি এফসি ম্যাচকে কেন্দ্র করে। সেই ম্যাচে ০-২ গোলে হারে কাশি। কিন্তু ম্যাচের পর ফেডারেশনের কাছে অভিযোগ জানায় হাবাসের দল। দাবি, ম্যাচে অবৈধভাবে ক্লেডসন কার্ভালহো দ্য সিলভাকে খেলানো হয়েছে। চারটে হলুদ কার্ড থাকায় তাঁর নির্বাসিত থাকার কথা। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি সেই ম্যাচের তিন পয়েন্ট ইন্টার কাশিকে দেয়। কিন্তু তারওপর সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হয়। তাতে প্রতিবাদ জানায় কাশি। কিন্তু কোনও লাভ হয়নি। অর্থাৎ, সেই তিন পয়েন্ট হাবসের দলকে দেওয়া হচ্ছে না। ফলে চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে এই বিতর্ক এখানেই শেষ নয়। জল অনেকদূর গড়াবে।
