আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের পরই ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেই সফরের আগে ভারতের নির্বাচক, হেড কোচ ও অধিনায়কের কাছে বার্তা দিয়েছেন চেতেশ্বর পূজারা।

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভরাডুবি ঘটে ভারতের। ইংল্যান্ডের পিচে বল মুভ করবে। বল সুইং করবে। এই ধরনের পিচে ব্যাটারদের পরীক্ষা দিতে হয়। চেতেশ্বর পূজারা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দলের প্রয়োজনে তিনি সব সময়ে খেলতে প্রস্তুত। ঘরোয়া ক্রিকেট খেলে চলেছেন চেতেশ্বর পূজারা। সেই তিনি বলছেন, ''ক্রিকেটার হিসেবে যে কোনও সময়েই ভারতের হয়ে সবাই খেলতে চাইবে। দলের প্রয়োজন হলে আমি নেমে পড়তে রাজি। আমি ঘরোয়া ক্রিকেট খেলে চলেছি। গত কয়েক বছর ধরে কাউন্টি খেলছি। ঘরোয়া ক্রিকেটে রান করছি। হ্যাঁ সুযোগ যদি আসে, তাহলে আমি দু' হাত দিয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করতে রাজি।'' 

২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শেষবার খেলেছিলেন পূজারা। ২০২৪ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে  বিকল্প হিসেবে তাঁর কথা উঠেছিল। পূজারা মনে করেন, অস্ট্রেলিয়ায় তাঁকে দলে নেওয়া হলে স্যর ডনের দেশে সিরিজ জেতার হ্যাটট্রিক করতে পারত ভারত। আত্মবিশ্বাসী পূজারা বলছেন, ''আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমি অস্ট্রেলিয়ায় থাকলে সিরিজ জেতার হ্যাটট্রিক করতে পারতাম।'' 

ইংল্যান্ডের ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানো খুব কঠিন। তবে এই দুর্বল ইংল্যান্ডকে হারানোর ব্যাপারে ভারতকেই এগিয়ে রাখছেন পূজারা। তিনি বলেছেন, ''ভারতীয় দলের ভাল সুযোগ রয়েছে। অ্যান্ডারসন অবসর নেওয়ার পরে ইংল্যান্ডের বোলিং আক্রমণ দুর্বল হয়ে গিয়েছে। স্টুয়ার্ট ব্রডও নেই প্রথম একাদশে। ''