আজকাল ওয়েবডেস্ক: মেজাজ বিগড়ে এ কী করলেন ২০১৬ টি২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক কার্লোস ব্রেথওয়েট? আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে মেজাজ হারান ব্রেথওয়েট। ডাগ আউটে ফেরার পথে ব্যাট দিয়ে হেলমেট মাঠের বাইরে ছুড়ে ফেলেন তিনি। এরপর নিজের ব্যাটটিও মাটিতে ছুড়ে ফেলেন ক্যারিবিয়ান ক্রিকেটার।
ঘটনাটি ঘটেছে ম্যাক্স৬০ ক্যারিবিয়ান ২০২৪ প্রতিযোগিতার প্রথম কোয়ালিফায়ারে। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে গ্র্যান্ড কেম্যান জাগুয়ার্সের বিরুদ্ধে ব্যাট করছিলেন ব্রেথওয়েট। জোশুয়া লিটলের একটি বল ব্রেথওয়েটের কাঁধে লেগে উইকেটরক্ষক বেন ডাঙ্কের হাতে যায়। তাঁরা আউটের আবেদন করলে আম্পায়ার আউট দিয়ে দেন। তাতেই মেজাজ বিগড়ে যায় ব্রেথওয়েটের। বেশ কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকার পর ডাগআউটের দিকে হাঁটতে থাকেন তিনি। বাউন্ডারির কাছে পৌঁছে হঠাৎ মাথা থেকে হেলমেট খুলে বল মারার ভঙ্গিতে মারেন। হেলমেটটি গিয়ে বাউন্ডারির বাইরে পড়ে। ডাগ আউটে বসে থাকা ব্রেথওয়েটের সতীর্থরাও এই কাণ্ডে চমকে যান। পরে বাউন্ডারির কাছে গিয়ে ব্যাটটি ছুড়ে ফেলে দেন তিনি। গিয়ে বসেন চেয়ারে। ম্যাচে ৭ রান করেছিলেন ব্রেথওয়েট। তবে এতকিছুর পরেও নিউ ইয়র্ক ম্যাচটি জিতে যায়।
