আজকাল ওয়েবডেস্ক: সান্তিয়াগো বার্নাবেউয়ে রিয়াল মাদ্রিদের রূপকথার প্রত্যাবর্তনের আশা ছিল অনেকেরই। কিন্তু বুধবার রাতে আর্সেনাল সেই সব আশাকে ছিন্নভিন্ন করে দিল। এমিরেটস স্টেডিয়ামে ৩-০ গোলের বিশাল জয়ের পর এবার মাদ্রিদের মাটিতেও ২-১ গোলে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনালেই ছিটকে গেল লস ব্ল্যাঙ্কোসরা।

 

এই পরাজয়ের পর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যান্সেলত্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কি কোচের পদ হাতছাড়া হতে চলেছে? সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমি জানি না। ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে। সেটা এই বছর হতে পারে, কিংবা পরের বছর, যখন আমার চুক্তি শেষ হবে। এতে আমার কোনও সমস্যা নেই। যেদিন আমি এখানে কাজ শেষ করব, আমি শুধু ক্লাবকে ধন্যবাদ জানাব। সেটা হতে পারে আগামীকাল, এক মাস পরে, বা এক বছর পর’। তবে আন্সেলত্তি আরও জানান, এখনই পদত্যাগ করার কথা তাঁর মাথায় নেই।

 

তিনি বিশ্বাস করেন, এখনও তিনি দলে অবদান রাখতে পারেন। চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নভঙ্গ হলেও মরশুম শেষ হয়ে যায়নি রিয়াল মাদ্রিদের। এখনও দুটি বড় শিরোপার লড়াইয়ে রয়েছে তারা। আগামী ২৬ এপ্রিল তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে, কোপা দেল রে ফাইনালে। তাছাড়া লা লিগায়ও শিরোপার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে অ্যান্সেলত্তির দল। বার্সেলোনার থেকে মাত্র চার পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, হাতে রয়েছে আরও ৭টি ম্যাচ। সবকিছু ঠিকঠাক চললে লিগের শিরোপা এখনও হাতছাড়া হয়নি।