আজকাল ওয়েবডেস্ক: প্রায় দুই বছর অতিক্রান্ত। ব্রাজিল জাতীয় দল নেইমারহীন। তাঁর ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চোট সেই সম্ভাবনায় জল ঢেলে দেয়। ব্রাজিলের তারকা ফুটবলার বলছেন, চোট নয়, অন্য কারণে তাঁর জায়গা হয়নি জাতীয় দলে। নেইমারকে নিয়ে কম কালি খরচ হয়নি সংবাদ মাধ্যমে।
ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি জানিয়েছেন, আগামী বছরের বিশ্বকাপে নেইমার দলে জায়গা পাবেন। তবে সেই জন্য তাঁকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে কিছু। দলে ফিরতে হলে শারীরিক দিক থেকে নেইমারকে একশো শতাংশ ফিট থাকতে হবে।
আরও পড়ুন: দুবাইয়ের মহারণ বয়কটের পথে বিসিসিআইও, স্টেডিয়ামে থাকবেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও কর্তা
ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমার শেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। তার পর বহুবার চেষ্টা করেও নেইমার আর জাতীয় দলে ফিরতে পারেননি। অ্যানচেলোত্তি কোনও রকম রাখ ঢাক না করে বলেছেন, ''নেইমারের প্রতিভা সম্পর্কে সবাই জানেন। আধুনিক ফুটবলে প্রতিভা কাজে লাগাতে হলে সংশ্লিষ্ট ফুটবলারকে শারীরিক দিক থেকে ফিট থাকতে হয়। শারীরিক দিক থেকে একশো শতাংশ ফিট হলে জাতীয় দলে ডাক পাওয়া সমস্যার হবে না।''
বর্ষীয়ান কোচ আরও বলেন, ''সবাই চান নেইমার যেন জাতীয় দলে থাকে। শুধু থাকলে চলবে না। ভাল শারীরিক অবস্থায় যেন থাকে। আমার সঙ্গে নেইমারের কথা হয়েছে। আমি ওকে বলেছি, তোমার হাতে সময় আছে। দারুণ প্রস্তুতি নাও। বিশ্বকাপে দলকে সাহায্য কর। যাতে ব্রাজিল নিজের সেরাটা তুলে ধরতে পারে।''
সৌদি আরবের আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব স্যান্টোসের জার্সি ফেরার পরে নিজের ঝলক দেখালেও নেইমার কিন্তু নিজের সেরা ছন্দে ধরা দেননি। স্যান্টোস ৬-০ গোলে হারের পরে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এদিকে বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে বলিভিয়ার কাছে হার মেনেছে ব্রাজিল। বলিভিয়ার লা পাজে প্রায় ১২ হাজার ফুট উচ্চতার মাঠে খেলতে গিয়ে সমস্যায় পড়ে সব দলই। সেই একই সমস্যায় পড়ে ব্রাজিলও।
কার্লো অ্যানচেলোত্তির দল গোটা ম্যাচে সে ভাবে সুযোগই তৈরি করতে পারেনি। ৪৫ মিনিটে ম্যাচের একমাত্র গোল মিগুয়েল তেরসেরোসের। জয়ের ফলে লাতিন আমেরিকার যোগ্যতা অর্জন পর্বের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে শেষ করে প্লে–অফে খেলার সুযোগ পেল বলিভিয়া। ছ’টি দেশের মধ্যে হওয়া প্লে–অফ থেকে দু’টি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। হারের ফলে পয়েন্ট তালিকায় এক ধাক্কায় দ্বিতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেল ব্রাজিল।
হেরে গেলেও ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি কিন্তু ফল নিয়ে না ভেবে, প্রতিকূল পরিস্থিতিতে খেলোয়াড়দের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন। ২০২৬ বিশ্বকাপের পাসপোর্ট জোগাড় আগেই করে ফেলেছে ব্রাজিল। ফলে বোলিভিয়ার বিরুদ্ধে ম্যাচটি ছিল নিতান্তই নিয়মরক্ষার। এমনকী নিজেদের দেখে নেওয়ার আরও একটা সুযোগ। এবারের বাছাই পর্বে ষষ্ঠ পরাজয় ব্রাজিলের। ১৮ ম্যাচে আটটি জয় ও চারটি ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে বাছাইপর্ব শেষ করে সেলেকাওরা।
অ্যানচেলোত্তি অবশ্য হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে বের করছেন। তিনি বলছেন, ''ইতিবাচক দিক হল, ছেলেদের মধ্যে আমি চেষ্টা দেখেছি। এখানে খেলা খুব কঠিন। ছেলেরা চেষ্টা করেছে। শারীরিকদিক থেকে ম্যাচটা খুবই কঠিন ছিল।” ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে আরও প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এবার ব্রাজিল এশিয়া সফর করবে। সেই সঙ্গে নেইমারের জন্য আলাদা পরিকল্পনা করে রেখেছেন অ্যানচেলোত্তি। এখন দেখার নেইমার পুরোদস্তুর ফিট হয়ে ব্রাজিল দলে ফিরতে পারেন কিনা।
আরও পড়ুন: পাক ম্যাচের আগে নয়া ফিটনেস পরীক্ষা দিলেন গিল, হার্দিকরা! পাশ করলেন কারা কারা জানুন
