আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের মহাতারকা নেইমারের জন্য দরজা এখনও খোলা রেখেছেন হেডস্যর কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বর্তমান কোচ বলেছেন, তাঁর ভাবনায় রয়েছেন নেইমার। তবে জাতীয় দলে ফিরতে হলে নেইমারকে পুরোদস্তুর ফিট হতে হবে।
ব্রাজিল দলে বছর দুয়েক তাঁর জায়গা হয় না। চোটআঘাতের লাল চোখ তাঁকে সেরা ছন্দে ফিরতে দিচ্ছে না। সৌদি প্রো লিগ থেকে শেষ মুহূর্তে তাঁকে ছিটকে যেতে হয় চোটের জন্য। স্যান্টোসে যোগ দেওয়ার পরেও সেরা ফর্মে ধরা দেননি নেইমার। ব্রাজিলের হেডস্যর বলেছেন, ''কোনওরকম সমস্যা ছাড়াই নেইমার যে কোনও দলে নিজের সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারে। শারীরিক দিক থেকে ঠিক জায়গায় থাকলে কেবল ব্রাজিল নয়, যে কোনও দলের হয়ে ও খেলতে সক্ষম। সেই প্রতিভা নেইমারের রয়েছে।''
মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন নেইমার। বিশ্ব ফুটবলের সেই আশা এবার হয়তো পূর্ণ হতে চলেছে। মায়ামির সেই ত্রিফলার ম্যাজিক দেখার জন্য উদগ্রীব হয়ে থাকতে পারেন ফুটবলভক্তরা। এবং তাঁদের সেই স্বপ্ন পূর্ত হতে হয়তো চলেছে। মায়ামির দরকার এমন একজন প্লেয়ার যে প্রভাব ফেলতে পারবে। সের্জিও বুস্কেটস ও জর্ডি আলবা অবসর নিয়েছেন। ফলে নেইমার এলে তাঁদের শূন্যস্থান পূরণ হবে।
ডেভিড বেকহ্যামের সহ-মালিকানাধীন ইন্টার মায়ামি দলে তারকা ফুটবলারের অভাব নেই। কিন্তু দলের বয়সের ভারে ক্লান্ত স্কোয়াডে তরুণ শক্তির ঘাটতি নিয়ে সমালোচনা রয়েছে। কোচ ম্যাসচেরানোও একসময়ে বার্সেলোনায় নেইমারের সতীর্থ ছিলেন, পুরনো বন্ধুত্ব নেইমারের মায়ামিতে যোগদানের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলছে।
সব মিলিয়ে, বিশ্বফুটবলে এখন একটাই প্রশ্ন, নেইমার কি সত্যিই যোগ দিতে যাচ্ছেন মেসির ইন্টার মায়ামিতে? মায়ামিতে মেসি ম্যাজিক দেখাচ্ছেন। আর্জেন্টাইন মহাতারকার পাশে সুয়ারেজও নিজের ভেলকি দেখাচ্ছেন। ২০১৭ সালে নেইমার ট্রান্সফার ফি-র রেকর্ড গড়ে প্যারিস সাঁ জাঁ-তে চলে যান।
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার যোগ দেন সৌদি আরবের ক্লাব আল-হিলালে। কিন্তু নেইমার আর চোট হয়ে ওঠে সমার্থক। এক বছরের বেশি সময় চোটের জন্য বাইরে ছিলেন তিনি। আল হিলালের হয়ে খেলা শুরু করার পরে ফের চোটের জন্য মাঠের বাইরে যেতে হয় ব্রাজিলীয় তারকাকে।
নেইমারের লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ খেলা। অ্যানচেলোত্তির ভাবনাতেও রয়ে গিয়েছেন নেইমার।
আরও পড়ুন: দিল্লিতে জাদেজার নজির, ছাপিয়ে গেলেন দেশের এক চ্যাম্পিয়ন বোলারকে ...
