আজকাল ওয়েবডেস্ক: অধিনায়ক হিসেবে আরও একবার সফল শ্রেয়স আইয়ার। আইপিএলে পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার পর আরও একটি পালক যুক্ত হল তাঁর মুকুটে। টি-২০ মুম্বই লিগের ফাইনালে তুললেন সোবো মুম্বই ফ্যালকনসকে। অধিনায়ক হিসেবে অব্যাহত সাফল্য। গত এক বছরে নেতা হিসেবে শ্রেয়সের চতুর্থ ফাইনাল। ২০২৪ মে-তে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের ফাইনালে তোলেন। তারপর তাঁর নেতৃত্বে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতে মুম্বই। আইপিএল ফাইনালে ওঠে পাঞ্জাব কিংস। এবার স্থানীয় লিগে তাঁর নেতৃত্বে ফাইনালে সোবো মুম্বই ফ্যালকনস। 

দলকে ফাইনালে তোলার পর মুম্বইকর জানান, নেতৃত্ব দিতে তিনি ভালবাসেন। শ্রেয়স বলেন, 'অধিনায়কত্বে সবসময় একটা চাপ থাকে। কিন্তু আমি নেতৃত্ব দিতে ভালবাসি। ২২ বছর থেকে এটা করে আসছি। আমি চ্যালেঞ্জ এবং তার সঙ্গে দায়িত্ব নিতে পছন্দ করি।' সেমিফাইনালে ১৩১ রান তাড়া করতে নেমে বান্দ্রা ব্লাস্টার্সকে ৫ উইকেটে হারায় শ্রেয়সের দল। ১২ জুন মারাঠা রয়্যালসের‌‌ বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনাল। অধিনায়ক হিসেবে আরও একটি খেতাবের লক্ষ্যে নামবেন। কেকেআরকে চ্যাম্পিয়ন করা থেকে শুরু। গত আইপিএলে ৩৫১ রান করেন শ্রেয়স। তারপর মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি জেতেন। ৩৪৫ রানের পাশাপাশি স্ট্রাইক রেট ছিল ১৮৮.৫২। অধিনায়ক হিসেবে না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী দলে ছিলেন তিনি। মিডল অর্ডারে তাঁর ধারাবাহিকতা গত দু'বছরে টিম ইন্ডিয়াকে দ্বিতীয় আইসিসি ট্রফি জিততে সাহায্য করে। এবার আইপিএলে ১১ বছরে প্রথমবার পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলেন। রানার্স হিসেবে শেষ করলেও ৬০৪ রান করেন শ্রেয়স। স্ট্রাইক রেট ১৭৫.০৭। ১২ জুন চ্যাম্পিয়ন হবেন কিনা জানা নেই, তবে অধিনায়ক শ্রেয়সের ক্যারিশমা ক্রমশ বাড়ছে।