আজকাল ওয়েবডেস্ক: ২০২২ সালে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ঋদ্ধিমান সাহা। সেটা 'অবিচার' ছিল না বলেই মনে করেন বাংলার উইকেট কিপার ঋদ্ধিমান সাহা। 

ইডেন গার্ডেন্সে চলছে বাংলা ও পাঞ্জাবের মধ্যে রঞ্জি ম্যাচ। সেই ম্যাচ আবার ঋদ্ধির বিদায়ী ম্যাচ। 

এদিন ঋদ্ধিমান সেই বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন। ২০২১ সালেই ঋদ্ধির  আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়ে যায়। ২০২২ সালে ভারত-শ্রীলঙ্কা সিরিজে ঋদ্ধিমানকে দলে সুযোগ দেওয়া হয়নি। তা নিয়ে জল অনেকদূর গড়িয়েছিল। ঋষভ পন্থের বিকল্প হিসেবে টিম ম্যানেজমেন্ট বেছে নিয়েছিল কেএস ভরতকে। 

বিদায়বেলায় সেই অধ্যায়ে আলো ফেললেন ঋদ্ধি। তিনি বলেন, ''আমি একে অবিচার বলব না। তাহলে স্বার্থপরের মতো শোনাবে আমাকে। কোনও একজন ব্যক্তিবিশেষের সিদ্ধান্ত এটা ছিল না। আমি হয়তো প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারিনি বা আমাকে যোগ্য বলে মনে করেনি। সেই কারণে ওরা আমাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।'' 

ঋদ্ধি আরও বলেন, ''আমি যদি আরও ভাল পারফরম্যান্স তুলে ধরতাম, তাহলে হয়তো এমন ঘটনা ঘটত না। আমি এ নিয়ে ভাবি না। সব কিছু থেকেই ইতিবাচক দিকটাকে নিতে চাই।'' 

চল্লিশ বছরের ঋদ্ধি বিদায়ী ম্যাচ খেলতে নেমেছেন।তিনি এখনও মনে করেন, জাতীয় দলের হয়ে খেলার মতো সক্ষমতা তাঁর রয়েছে। ঋদ্ধিমান  বলছেন, ''আমি দলে থাকলে ভাল ক্যাচ ধরতাম বা ভাল ইনিংস খেলে দলকে সাহায্য করতাম। বাংলার হয়ে আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। স্লিপে ফিল্ডিং করার সময়ে আমি একটা ক্যাচও ফস্কাইনি। আমি উপভোগ করেছি।''