আজকাল ওয়েবডেস্ক:‌ অ্যাশেজ সিরিজে ১–৩ পিছিয়ে ইংল্যান্ড। অ্যাডিলেডেই সিরিজ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে সম্মান কিছুটা পুনরুদ্ধার করেছেন বেন স্টোকসরা। বাকি আর একটি টেস্ট। সেটা হবে সিডনিতে। 


এই পরিস্থিতিতে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মনে করছেন, হাতে আর একটি ম্যাচ। এরপরেই বাজবলের মৃত্যুঘণ্টা বাজতে চলেছে। কোনও একজনকে দায়িত্ব ছাড়তে হবে। তা সে কোচ ম্যাকালাম হোক বা অধিনায়ক বেন স্টোকস হোক।


এটা ঘটনা, মাত্র ১১ দিনে টেস্ট সিরিজ হেরেছেন স্টোকসরা। তারপর অবশ্য মেলবোর্নে টেস্ট জিতেছে ইংরেজরা। যা কিনা ৫৪৬৮ দিনে অজিভূমে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়। কিন্তু ওই জয়কে বিশেষ পাত্তা দিচ্ছেন না ভন। তিনি মনে করছেন, ইংল্যান্ডের ওই জয় আসলে লটারির মতো। ওটা আসলে ঠিক টেস্ট ম্যাচই ছিল না। এরপর ইংল্যান্ডকে প্রমাণ করতে হবে যে তাঁরা একটা সম্পূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ জিততে সক্ষম।


ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেট দুনিয়াতে চলছে ‘বাজবল’ নিয়ে আলোচনা। গত কয়েক বছর ধরে ইংল্যান্ডের অস্ত্র বাজবল। অর্থাৎ ঝড়ের গতিতে রান তোলা। হেড কোচ ম্যাকালাম ও অধিনায়ক বেন স্টোকসের সময় আগ্রাসী মনোভাবের ক্রিকেট খেলার জন্য বিপক্ষের কাছে সমীহ আদায় করে নিয়েছেন তারা। সমস্যা হল, ছোটখাট দলের বিরুদ্ধে এই বাজবল কাজে দিলেও শক্তিশালী দলের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ছে ম্যাকালামদের স্ট্র্যাটেজি। যেমনটা হয়েছে ভারতের বিরুদ্ধে বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অ্যাশেজের প্রথম তিনটি টেস্টের তিনটিই জিতেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বাজবল পদ্ধতি যে একেবারেই ভোঁতা হয়ে গিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

ভন মনে করছেন বাজবলের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। বাঁচতে হলে সিডনি টেস্টে বিরাট কিছু করতে হবে স্টোকসদের। ভনের কথায়, ‘‌আমার মনে হয় সিডনির ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনও ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় মেলবোর্নের জয়টা লটারি ছাড়া আর কিছুই না। এই ম্যানেজেমেন্টকে টিকে থাকতে হলে একটা সঠিক প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ জিততে হবে।’‌ ভনের স্পষ্ট কথা, ‘‌বাজ–বেনকে নিজেদের জায়গা ধরে রাখতে হলে এই সপ্তাহে দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে। আমি জানি সবার মধ্যেই বাজকে ধরে রাখার একটা চেষ্টা আছে। কিন্তু সিডনিতে ভাল কিছু না করলে তাঁদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে। এটা কিন্তু নিশ্চিত।’‌