আজকাল ওয়েবডেস্ক: ভিনিসিয়াস জুনিয়র কী করবেন, তা নিয়ে কৌতূহল বাড়ছিল সবার। সৌদি আরবের ক্লাবের থেকে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আর্থিক প্রস্তাব পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। অর্থের পিছনে ছুটবেন তিনি নাকি রিয়াল মাদ্রিদের মতো ঐতিহ্যমণ্ডিত এক ক্লাবে থেকে যাবেন? ভিনিসিয়াস বলছেন, ''১০০ গোল করে ক্লাবের ইতিহাসের অংশ হতে পারা আমার কাছে গুরুত্বপূর্ণ। ২৪ বছর বয়সের মধ্যে সাত মরশুম কাটিয়ে ফেললাম। ইতিহাস গড়তে পারাটা আমার ও আমার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আরও অনেক বছর এখানে থাকতে পারব।''
এতেই বোঝা যাচ্ছে তিনি রিয়াল মাদ্রিদেই থাকতে চান। ব্রাজিলীয় ভিনিসিয়াসকে নিয়ে স্পেনের সংবাদ মাধ্যমে খবর ছিল, মরশুমে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিকে ৫ বছরের জন্য নিতে চেয়েছিল সৌদি আরবের ক্লাব। দলবদলের ফি হিসেবে দিতে চায় ৩০ কোটি ইউরো। সব মিলিয়ে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব।
সৌদি আরব থেকে আসা এমন মাথা ঘরিয়ে দেওয়ার মতো লোভনীয় প্রস্তাবে আগ্রহ নেই ভিনিসিয়াসের। রিয়ালের সঙ্গে ব্রাজিলীয় তারকার চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত।
পরিস্থিতি এখন যা তাতে ভিনিসিয়াসকে রিয়ালের জার্সিতেই দেখা যাবে। রোনাল্ডো বা বেনজিমার মতো তিনি অর্থের পিছনে ছুটবেন না। অর্থের থেকে গৌরব তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
