আজকাল ওয়েবডেস্ক: আগামী বিশ্বকাপে লিও মেসি খেলবেন আর্জেন্টিনার জার্সিতে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও খেলবেন পর্তুগালের জার্সিতে। কিন্তু ব্রাজিলের জার্সিতে হয়তো দেখা যাবে না নেইমার জুনিয়রকে। ২০২৬ সালে বিশ্বকাপ খেলার স্বপ্ন হয়তো শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান তারকার।
এহেন নেইমার এখন সম্পূর্ণ অন্য কারণে শিরোনাম হন। তিনি গোল করেন না। তিনি স্কিল দেখান না মাঠে নেমে। বরং বিতর্ক তৈরি করে ব্রাজিলীয় তারকা শিরোনাম হন।
ব্রাজিলিয়ান লিগে ফ্ল্যামেঙ্গোর বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে ছিলেন নেইমার। কিন্তু বিতর্ক কি এড়াতে পারলেন তিনি? দিনের শেষে সেই তিনিই তো আক্রমণ করলেন রেফারিকে। তাঁর দল স্যান্টোস হার মেনেছে ফ্ল্যামেঙ্গোর কাছে। ম্যাচের ফলাফল ৩-২। নেইমার গোল করেননি। তিনি গোলের পাস বাড়াননি। তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারদের টার্গেট হন। বারংবার ফাউল করা হচ্ছিল তাঁকে। নেইমারকে ফাউল করা হলে তিনি মেজাজ হারান। তর্ক জুড়ে দেন প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে। রেফারির সঙ্গেও শুরু করে দেন তর্কাতর্কি। ফ্ল্যামেঙ্গোর গ্যালারি থেকে তাঁর উদ্দেশে ভেসে আসে দুয়োধ্বনি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by NJ fans • 10™ (@neymarxe)
তা নিয়ে রেফারির কাছে অভিযোগও করেন নেইমার। রেফারি অবশ্য সেই বিষয়ে কর্ণপাত করেননি। উল্টে ব্রাজিলীয় তারকাকেই হলুদ কার্ড দেখিয়ে দেন রেফারি। পুরো সময়ে নেইমারকে মাঠে রাখেননি স্যান্টোসের কোচ। ৮৫ মিনিটে তাঁকে তুলে নেওয়া হয়। সেই হতাশায় ডাগ আউটের পাশে রাখা জলের বোতলে লাথি মেরে বসেন। বোতলের জল সতীর্থদের গায়ে পড়ে। হতাশ নেইমার হনহন করে হাঁটা লাগান সাজঘরে। নেইমার উঠে যাওয়ার পরে স্যান্টোস গোল করলেও ম্যাচটা জিততে পারেনি। নেইমার বলেছেন, ''রেফারির প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি, উনি অহংকারী।''
নেইমার নাকি রেফারির কাছে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের জবাবে রেফারি তারকা ফুটবলারকে হুমকি দিয়ে বলেন, আমার কাছে এসে অভিযোগ জানালে তোমাকে কার্ড দেখাব। এদিকে, ব্রাজিলের সামনে রয়েছে দু'টি প্রীতি ম্যাচ। আফ্রিকার দু'টি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করে দিয়েছেন জাতীয় দলের কোচ কার্লো অ্যানচেলোত্তি। এমন তিন ফুটবলারকে অ্যানচেলোত্তি ডেকেছেন, যাঁদের এর আগে ইতালিয়ান কোচ ডাকেননি। নেইমারকেও এবার দলে রাখা হয়নি।