আজকাল ওয়েবডেস্ক: ফুটবল কেরিয়ারের সব থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র। ভাস্কো দ্য গামার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় স্যান্টোস। হাফ ডজন গোলে বিধ্বস্ত হওয়ার পরে স্যান্টোসের কোচ ক্লেবার জ্যাভিয়ারকে বরখাস্ত করা হয়।  মাঠ ছাড়ার সময়ে নেইমারকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা গিয়েছে। এহেন নেইমার নাকি জাতীয় দলে ফিরতে চলেছেন। ব্রাজিলের সোশ্যাল মিডিয়ায় এমনটাই খবর। 

বিশ্বকাপ বাছাইপর্বের বাকি দু'টি ম্যাচের দলঘোষণা এখনও হয়নি। তার আগে শোনা যাচ্ছে জাতীয় দলে ফিরতে পারেন নেইমার। তিনি দলে জায়গা পেতে চলেছেন। বাদ পড়তে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র। 

আরও পড়ুন: রশিদ-হামিদকে নিয়ে সোশ্যাল মিডিয়া বেশি জানে! ডার্বির হ্যাংওভার কাটিয়ে জেতা কঠিন, দাবি অস্কারের

সৌদি প্রো লিগে আল হিলালের হয়ে খেলার সময়ে এসিএল ছিঁড়ে গিয়েছিল নেইমারের। অস্ত্রোপচারের পরে ফিরে এলেও আল হিলাল তাঁর সঙ্গে চুক্তি আর বাড়ায়নি। নেইমার চলে আসেন ছেলেবেলার ক্লাব স্যান্টোসে। তিনি আগের ফর্মে ফেরার মরিয়া এক চেষ্টা করে যাচ্ছেন। 
ব্রাজিলের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চলতি মাসের ২৫ তারিখে দল ঘোষণা করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের বাছাই পর্বের আরও  দু'টি ম্যাচ বাকি রয়েছে ব্রাজিলের। 

নেইমার ফিরবেন অথচ ভিনিসিয়াস জুনিয়র বাদ যাবেন! ব্রাজিলের সংবাদ মাধ্যমে এমন খবর ছড়ানোর পরে অনেকেই অবাক হয়েছেন। সংবাদ মাধ্যমের খবর, ব্রাজিলের জাতীয় দলের নব্য কোচ কার্লো অ্যানচেলোত্তি তাঁর দলে রাখছেন না ভিনিসিয়াকে। 


৫ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল-চিলি। ১০ সেপ্টেম্বর ব্রাজিলের সঙ্গে খেলা বলিভিয়ার। বিশ্বকাপের বাছাইপর্বের এটিই শেষ ম্যাচ। বিশ্বকাপের টিকিট আগেই পেয়ে গিয়েছে ব্রাজিল। নেইমার জাতীয় দলে ফিরছেন কিনা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরের বছর বিশ্বকাপ  তিনি খেলবেন কিনা, তাও নিশ্চিত নয়। তবে নেইমার যদি দলে ফেরেন সেটা কিন্তু তাঁর জন্যও ভাল। 

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে চোট পেয়ে প্রায় এক বছর ছিটকে গিয়েছিলেন নেইমার। 

এদিকে ভাস্কো দ্য গামার কাছে হাফ ডজন গোল স্যান্টোস হজম করার পরে ভেঙে পড়তে দেখা গিয়েছে নেইমারকে। দৃশ্যতই হতাশ নেইমারকে কাঁদতে দেখা গিয়েছে। তাঁর সতীর্থদের বিষোদগার করেছেন। দলের হারের জন্য তাঁর সতীর্থদের কাঠগড়ায় তুলেছেন নেইমার। 

আরও পড়ুন: ডার্বি জয়ের আনন্দে সামিল 'প্রবাসী' লাল-হলুদ সমর্থকরা, তৈরি হচ্ছে সেমি-যুদ্ধের জন্য ...