আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিল ফুটবলের বরাবরই ভক্ত তিনি। এখন তো আবার হেড কোচও। তাঁর কোচিংয়েই ২০২৬ বিশ্বকাপ খেলতে নামবে ব্রাজিল। এবার সূত্রের খবর, ২০৩০ পর্যন্ত কার্লো অ্যানচেলোত্তির সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। একটি বিখ্যাত স্প্যানিশ সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, অ্যানচেলোত্তির কোচিংয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন নাকি যারপরনাই খুশি। আর তাই কার্লোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
২০২৫ সালের মে মাসেই রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের হেড কোচের দায়িত্ব নেন অ্যানচেলোত্তি। তারপর থেকে প্রায় সাত মাস কেটে গিয়েছে। সূত্রের খবর, এই সিনিয়র ইতালিয়ান কোচের কাজে নাকি রীতিমতো সন্তুষ্ট ব্রাজিল ফুটবল কর্তারা। আর তাই তাঁরা যত দ্রুত সম্ভব অ্যানচেলোত্তির সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে আগ্রহী। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অ্যানচেলোত্তির সঙ্গে কথাবার্তা নাকি প্রায় পাকা হয়ে গিয়েছে। আপাতত অ্যানচেলোত্তির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের চুক্তি রয়েছে। এখন ব্রাজিল ফুটবল ফেডারেশন চাইছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকুন অ্যানচেলোত্তি।
প্রসঙ্গত, ক্লাব ফুটবলে অন্যতম সফল কোচ এই অ্যানচেলোত্তি। একাধিক ক্লাবের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। যখন ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন তখন সেলেকাওরা ধুঁকছিল। তিনিই দায়িত্ব নিয়ে দলকে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে তোলেন। এখন ব্রাজিল ফুটবল ফেডারেশন চাইছে এই চুক্তি ২০৩০ অবধি বাড়িয়ে নিতে।
এটা যদি ভাল খবর হয়, তাহলে খারাপ দিকটা হল নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে রয়েছে সংশয়। কারণ খুব দ্রুত নেইমারের অস্ত্রোপচার হবে। তিনি নিজেই জানিয়েছেন, হাঁটুতে অস্ত্রোপচার করাবেন। ২০২৩ সাল থেকে পেশির চোটে ভুগছেন নেইমার। গত জানুয়ারিতে স্যান্টোসে যোগ দেওয়ার পরও পুরোপুরি চোট মুক্ত হতে পারেননি। এবার তিনি অস্ত্রোপচার করাবেন বলে ঠিক করেছেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ব্রাজিল দলের বাইরে নেইমার। ব্রাজিলের হয়ে শেষবার খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। সবচেয়ে বড় কথা অ্যানচেলোত্তি আগামী বছরের বিশ্বকাপের যে পরিকল্পনা করছেন তাতে নেইমারের নাম এখনও নেই বলে সূত্রের খবর।
এটা ঘটনা, বিশ্বকাপের গ্রুপবিন্যাস ইতিমধ্যেই হয়ে গেছে। এবারই হতে চলেছে ৪৮ দলের বিশ্বকাপ। ব্রাজিল মোটামুটি সহজ গ্রুপেই রয়েছে। গ্রুপ সি–তে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, হাইতি ও মরক্কো। তাই পরবর্তী রাউন্ডে যাওয়াটা হয়ত খুব একটা সমস্যার হবে না সেলেকাওদের পক্ষে। কিন্তু তারপর হবে কঠিন লড়াই।
