আজকাল ওয়েবডেস্ক: একই দিনে হেরে গেল ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে। তবে দুই দেশই ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে।

বলিভিয়ার লা পাজে প্রায় ১২ হাজার ফুট উচ্চতার মাঠে খেলতে গিয়ে সমস্যায় পড়ে সব দলই। সেই একই সমস্যায় পড়েছে ব্রাজিলও। কার্লো অ্যানচেলোত্তির দল গোটা ম্যাচে সে ভাবে সুযোগই তৈরি করতে পারেনি। ৪৫ মিনিটে ম্যাচের একমাত্র গোল মিগুয়েল তেরসেরোসেরজয়ের ফলে লাতিন আমেরিকার যোগ্যতা অর্জন পর্বের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে শেষ করে প্লেঅফে খেলার সুযোগ পেল বলিভিয়াছ’টি দেশের মধ্যে হওয়া প্লেঅফ থেকে দু’টি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। হারের ফলে পয়েন্ট তালিকায় এক ধাক্কায় দ্বিতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেল ব্রাজিল। 

আরও পড়ুন: এক কিলো মাংস হাত থেকে খুবলে নিয়ে গিয়েছিল বাঁদর, জীবনের ভয়ঙ্কর এক কাহিনি শোনালেন রিঙ্কু, একবার নয়, পাঁচবার হয়েছিল বাঁদরের হামলা

হেরে গেলেও ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি কিন্তু ফল নিয়ে না ভেবে, প্রতিকূল পরিস্থিতিতে খেলোয়াড়দের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন।  ২০২৬ বিশ্বকাপের পাসপোর্ট জোগাড় করে ফেলেছে ব্রাজিল। ফলে ম্যাচটি ছিল নিতান্তই নিয়মরক্ষারএমনকী নিজেদের দেখে নেওয়ার আরও একটা সুযোগ। এবারের বাছাই পর্বে ষষ্ঠ পরাজয় ব্রাজিলের। ১৮ ম্যাচে আটটি জয় ও চারটি ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে বাছাইপর্ব শেষ করল দলটি।

অ্যানচেলোত্তি অবশ্য হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে বের করছেন। তিনি বলছেন, ''আজকের ম্যাচের ইতিবাচক দিক হল, ছেলেদের মধ্যে আমি চেষ্টা দেখেছি। এখানে খেলা খুব কঠিন। ছেলেরা চেষ্টা করেছে। শারীরিকদিক থেকে ম্যাচটা খুবই কঠিন ছিল।” ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে আরও প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এবার ব্রাজিল এশিয়া সফর করবে।

এদিকে, যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে হেরেছে আর্জেন্টিনাও। ইকুয়েডরের হয়ে একমাত্র গোল এনার ভ্যালেন্সিয়ারপ্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি বল ক্লিয়ার করতে গিয়ে নিকোলাস ট্যাগলিয়াফিকো ইকুয়েডরের ফুটবলারের মুখে আঘাত করেন। পেনাল্টি থেকে গোল করেন ভ্যালেন্সিয়া। গোটা ম্যাচেই দাপট ছিল ইকুয়েডরের। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ একাধিক নিশ্চিত গোল না বাঁচালে আরও বড় ব্যবধানে হারত আর্জেন্টিনা। প্রথমার্ধে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডি। তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের মোজেস কাইসিডোও লাল কার্ড দেখেন। 

এদিকে, পর্তুগাল ৩–২ গোলে হারিয়ে দিয়েছে হাঙ্গেরিকে। একটি গোল করেন রোনাল্ডো। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এই নিয়ে ৩৯টি গোল হল তাঁর। গুয়াতেমালার কার্লোস রুইজের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে তিনি। মেসির রয়েছে ৩৬টি গোল। পর্তুগালের হয়ে বাকি দু’টি গোল করেন জোয়াও ক্যানসেলো এবং বের্নার্দো সিলভা।

আরও পড়ুন:  বারবার বলা সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না, এবার ক্রিকেটার পৃথ্বীকে ১০০ টাকা জরিমানা করল আদালত...