আজকাল ওয়েবডেস্ক: একই দিনে হেরে গেল ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে। তবে দুই দেশই ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে।
বুধবার দুই দলই হারল বিপক্ষের মাঠে। বলিভিয়ার কাছে ০–১ গোলে হেরেছে ব্রাজিল। অন্য দিকে, ইকুয়েডরের কাছে একই ব্যবধানে হেরেছে আর্জেন্টিনাও। সেই ম্যাচে খেলেননি লিওনেল মেসি। ইউরোপে এক ম্যাচেই পাঁচটি গোল করেছেন আর্লিং হালান্ড। নরওয়ে বড় ব্যবধানে হারিয়েছে মলডোভাকে। জিতেছে পর্তুগালও। সেই ম্যাচে নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আরও পড়ুন: এশিয়া কাপে বুধবার অভিযান শুরু করছে ভারত, কেমন হতে পারে প্রথম একাদশ জেনে নিন
বলিভিয়ার লা পাজে প্রায় ১২ হাজার ফুট উচ্চতার মাঠে খেলতে গিয়ে সমস্যায় পড়ে সব দলই। সেই একই সমস্যায় পড়েছে ব্রাজিলও। কার্লো অ্যানচেলোত্তির দল গোটা ম্যাচে সে ভাবে সুযোগই তৈরি করতে পারেনি। ৪৫ মিনিটে ম্যাচের একমাত্র গোল মিগুয়েল তেরসেরোসের। জয়ের ফলে লাতিন আমেরিকার যোগ্যতা অর্জন পর্বের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে শেষ করে প্লে–অফে খেলার সুযোগ পেল বলিভিয়া। ছ’টি দেশের মধ্যে হওয়া প্লে–অফ থেকে দু’টি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। হারের ফলে পয়েন্ট তালিকায় এক ধাক্কায় দ্বিতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেল ব্রাজিল।
যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে হেরেছে আর্জেন্টিনাও। ইকুয়েডরের হয়ে একমাত্র গোল এনার ভ্যালেন্সিয়ার। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি বল ক্লিয়ার করতে গিয়ে নিকোলাস ট্যাগলিয়াফিকো ইকুয়েডরের ফুটবলারের মুখে আঘাত করেন। পেনাল্টি থেকে গোল করেন ভ্যালেন্সিয়া। গোটা ম্যাচেই দাপট ছিল ইকুয়েডরের। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ একাধিক নিশ্চিত গোল না বাঁচালে আরও বড় ব্যবধানে হারত আর্জেন্টিনা। প্রথমার্ধে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডি। তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের মোজেস কাইসিডোও লাল কার্ড দেখেন।
অন্য ম্যাচে, কলম্বিয়া ৬–৩ গোলে হারিয়েছে ভেনেজ়ুয়েলাকে। চার গোল করেছেন লুইস দিয়াজ। চিলি–উরুগুয়ের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। প্যারাগুয়ে ১–০ হারিয়েছে পেরুকে। পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে আর্জেন্টিনা। এর পর যথাক্রমে ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া। ভেনেজুয়েলা, পেরু এবং চিলি বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার লিগে সবচেয়ে দামী, তাঁকে গেমচেঞ্জার বললেন সৌরভ...
এদিকে, নরওয়ে ১১–১ ব্যবধানে হারিয়েছে মলডোভাকে। খেলতে নামার আগে বাসের দরজায় ধাক্কা খেয়ে চোট পেয়েছিলেন হালান্ড। মাথায় তিনটি সেলাই করতে হয়েছিল। সেই অবস্থাতেই মলডোভার বিরুদ্ধে পাঁচটি গোল করেন হালান্ড। প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই নরওয়ের বৃহত্তম জয়। পাশাপাশি এ বারের ইউরোপীয় যোগ্যতা অর্জন পর্বেও এটি কোনও দেশের বৃহত্তম জয়।
এদিকে, পর্তুগাল ৩–২ গোলে হারিয়ে দিয়েছে হাঙ্গেরিকে। একটি গোল করেন রোনাল্ডো। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এই নিয়ে ৩৯টি গোল হল তাঁর। গুয়াতেমালার কার্লোস রুইজের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে তিনি। মেসির রয়েছে ৩৬টি গোল। পর্তুগালের হয়ে বাকি দু’টি গোল করেন জোয়াও ক্যানসেলো এবং বের্নার্দো সিলভা।
