আজকাল ওয়েবডেস্ক: ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফি। তবে তার অনেক আগে থেকেই অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গিয়েছে কোহলি বন্দনা। বিজিটির প্রথম টেস্টের ১০ দিন আগেই পার্থে পৌঁছে যাওয়ার পর স্থানীয় সংবাদপত্রের প্রথম পাতা দখল করে নিয়েছেন কোহলি। শুধু ছবি নয়, অস্ট্রেলিয়ায় কোহলির পা রাখার খবর প্রকাশিত হয়েছে হিন্দি এবং পাঞ্জাবি ভাষায়।

 

 

বলে রাখা ভাল, বিরাট শুধু ক্রিকেট নয়, বিশ্বজুড়ে ক্রীড়া জগতে অন্যতম বড় মুখ। অস্ট্রেলিয়ান মিডিয়ার এই উদ্যোগ সিরিজের জনপ্রিয়তা এবং উত্তেজনা একলাফে অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছেন অনেকে। এক অজি সংবাদপত্রে গোটা পাতা জুড়ে দেখা গিয়েছে কোহলির ছবি। তার পাশে হিন্দিতে লেখা ‘যুগ কী লড়াই’। আর একটি পাতায় ব্যাট হাতে টেস্ট জার্সিতে বিরাটের ছবি। তার পাশে লেখা রয়েছে ভারতীয় সুপারস্টারের কেরিয়ারের যাবতীয় পরিসংখ্যান। তবে এবার অজি সংবাদপত্রে শুধু বিরাট নয় জায়গা করে নিয়েছেন তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালও। 

 

 

গোটা পাতা জুড়ে তাঁর ছবি দিয়ে নতুন রাজা আখ্যা দিয়েছে অজি মিডিয়া। মঙ্গলবারের ওই অজি সংবাদপত্রে বর্ডার-গাভাসকার ট্রফিকে নতুন অ্যাশেজ আখ্যা দেওয়া হয়েছে। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক কলামও। বিশেষ প্রবন্ধ প্রকাশিত হয়েছে যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থকে নিয়েও। উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় পার্থে পৌঁছানোর পর কোহলি ইতিমধ্যেই সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। আগামী ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত পার্থের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হতে চলেছে। 

 

 

তার আগে ওয়াকা গ্রাউন্ডে ভারতের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। তবে প্রথম টেস্টের আগে ভারতীয় দলের অনুশীলন ক্লোজ ডোর হতে চলেছে। দর্শকদের জন্য খোলা থাকছে না ওয়াকা। প্রথম টেস্ট শুরুর আগে ভারত এ দলের বিরুদ্ধে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল রোহিত শর্মাদের। কিন্তু ক্রিকেটারদের চোট আঘাতের কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে সেই ম্যাচ। নেটেই ঘাম ঝরাবেন কোহলিরা। প্রথম টেস্ট শুরুর আগে যাতে সবাইকে ফিট রাখা যায় সেদিকে নজর রাখছেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফরা।