আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই বড়দিন। আর ঠিক তার পরের দিন বক্সিং ডে-তে মেলবোর্নে শুরু হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফির চতুর্থ টেস্ট। বড়দিনের আগে মঙ্গলবার হাসিখুশি মেজাজে সাংবাদিক বৈঠক করলেন অধিনায়ক রোহিত শর্মা। গাব্বায় কঠিন পরিস্থিতি থেকে টেস্ট ম্যাচ ড্র করার পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ভারতীয় শিবির। এদিন সাংবাদিক সম্মেলনে রোহিতকে প্রশ্ন করা হয় বিরাট কোহলির ফর্ম নিয়ে। রোহিত শর্মা তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই হাসিয়ে দেন গোটা প্রেস কনফারেন্স রুমকে।

 

বিরাট কোহলির অফ-স্টাম্পের বাইরের বলে আউট হওয়া প্রসঙ্গে রোহিত জোর দিয়ে জানান, বিরাট কোহলি শীঘ্রই এই সমস্যা কাটিয়ে উঠে রানে ফিরবেন। তাঁর কথায়, ‘কোহলির অফ-স্টাম্প...’ কিছুক্ষণ থেমে প্রশ্ন করা সাংবাদিককে বলেন, ‘আপনি নিজেই বলেছেন, তিনি একজন আধুনিক ক্রিকেটের তারকা। মর্ডান ডে গ্রেটরা সবসময়ই তাঁদের সমস্যা কাটিয়ে ওঠার পথ খুঁজে নেয়’। দীর্ঘদিনের সতীর্থকে সমর্থন করে রোহিত শর্মা জানান, কোহলির কঠিন সময় কাটিয়ে ওঠার ক্ষমতা রয়েছে।

 

বিরাট পারথে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন।  তবে এরপর থেকে তাঁকে তাঁর সেরা ছন্দে পাওয়া যায়নি। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে কোহলি রান করেছেন যথাক্রমে ৫, ১০০*, ৭, ১১ এবং ৩। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড কোহলির অফ স্টাম্পের বাইরের দুর্বলতাকে কাজে লাগিয়ে ফোর্থ স্টাম্প লাইন ধরে বল করে গিয়েছেন। একই পরিকল্পনায় তৃতীয় টেস্টেও আউট হয়েছেন কোহলি। এই প্রসঙ্গেই রোহিতের বিশ্বাস, মেলবোর্নে সমস্যা কাটিয়ে রানে ফিরবেন কোহলি।