আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উইমেনস প্রিমিয়ার লিগের তৃতীয় সংস্করণ। বৃহস্পতিবার বিস্তারিত ক্রীড়াসূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, এবার লিগের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে চারটি শহরে, যেগুলি হল বরোদা, বেঙ্গালুরু, লখনউ এবং মুম্বাই। উদ্বোধনী ম্যাচটি হবে বরোদার নবনির্মিত বিসিএ স্টেডিয়ামে। যেখানে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট জায়ান্টস। বরোদায় মোট ছ’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর লিগ চলে যাবে বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে।

 

২১ ফেব্রুয়ারি আরসিবি প্রথম হোম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। ডব্লিউপিএলের প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সূচি অনুযায়ী বেঙ্গালুরুতে আরও তিনটি হোম ম্যাচ খেলবে আরসিবি। ২৪ ফেব্রুয়ারি ইউ পি ওয়ারিয়র্সের, ২৭ ফেব্রুয়ারি গুজরাট জায়ান্টস এবং ১ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে তারা। তবে এই প্রথমবার লখনউ উইমেনল প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। লখনউতে ইউ পি ওয়ারিয়র্স তাদের ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে। যা শুরু হবে ৩ মার্চ থেকে।

 

লিগের শেষ পর্ব অনুষ্ঠিত হবে মুম্বাইতে। ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া স্টেডিয়াম আয়োজন করবে শেষ দুটি লিগ ম্যাচ এবং প্লে-অফের ম্যাচগুলি। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের লিগ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে ১০ এবং ১১ মার্চ। গুজরাট জায়ান্টস এবং আরসিবির মুখোমুখি হবেন হরমনপ্রীতরা। লিগ টেবিলে থাকা প্রথম দল সরাসরি ফাইনালে চলে যাবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দলদুটি ১৩ মার্চ বৃহস্পতিবার এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে। ১৫ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে ডব্লিউপিএলের তৃতীয় সংস্করণের মেগা ফাইনাল।