আজকাল ওয়েবডেস্ক: সামনেই ভারত ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২২ জানুয়ারি ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। তার আগে বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেললেন রিঙ্কু সিং। জীবনের ইনিংসে একলাফে অনেকটা এগিয়ে গেলেন তিনি। ভারতের অন্যতম বিস্ফোরক ব্যাটার রিঙ্কু সিং সম্প্রতি বাগদান সম্পন্ন করলেন প্রিয়া সরোজের সঙ্গে। প্রিয়া বর্তমানে সমাজবাদী পার্টির সাংসদ। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ঠিক আগে বাগদান সেরে ফেলেছেন রিঙ্কু। রিঙ্কুর বাগদত্তা প্রিয়া সরোজ নিজেও অসাধারণ সাফল্যের জন্য পরিচিত। মাত্র ২৫ বছর বয়সে লোকসভা নির্বাচনে জিতে মছলিশহর আসন থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।

 

 

নির্বাচনে বিজেপির প্রভাবশালী নেতা বিপি সরোজকে পরাজিত করে সকলকে চমকে দেন প্রিয়া। প্রিয়া সরোজ সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক। তাঁর উজ্জ্বল অ্যাকাডেমিক কেরিয়ার এবং পেশাগত প্রোফাইল তাঁকে রাজনীতির মঞ্চে আরও শক্তিশালী করে তুলেছে। এই খবর সামনে আসার পর হইচই পরে গিয়েছে রিঙ্কু সিংকে নিয়ে। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য তিনি ভক্তদের মধ্যে প্রচণ্ড জনপ্রিয়। আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রচুর ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন রিঙ্কু। বাগদানের পর ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা, অভিনন্দনে ভেসে গিয়েছেন তিনি।