আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে বড় সেটব্যাক। ছিটকে গেলেন কাগিসো রাবাডা। কলকাতা টেস্টের আগে ট্রেনিং চলাকালীন বুকের পাঁজরে চোট পান। এখনও সম্পূর্ণ ফিট নয়। যার ফলে গুয়াহাটি টেস্টে নেই রাবাডা। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এই খবর জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তেম্বা বাভুমা‌ বলেন, 'কাগিসো দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছে।' চোটের জন্য প্রথম টেস্টেও খেলতে পারেননি তারকা পেসার। তবে রাবাডার পরিবর্ত হিসেবে এখনও কারোর নাম ঘোষণা করা হয়নি। শনিবার সকালে নাম জানানো হবে।

প্রোটিয়া অধিনায়ক মনে করেন, গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়ামের পিচ অনেক বেশি ট্র্যাডিশনাল। ইডেনের পিচের মতো নয়। এই প্রসঙ্গে বাভুমা বলেন, 'এই উইকেট দেখে অনেক সতেজ মনে হচ্ছে। কলকাতার থেকে এই পিচের চরিত্র ভাল হবে। এটা পুরোপুরি উপমহাদেশের ট্র্যাক। প্রথম দু'দিন ব্যাটাররা উপভোগ করে। তারপর স্পিনাররা দায়িত্ব নিয়ে নেয়।' এই প্রথম গুয়াহাটির স্টেডিয়ামে বসবে টেস্ট ক্রিকেটের আসর। সকালে আধ ঘণ্টা আগে খেলা শুরু হবে। ভারতের এই প্রান্তে শীতকালে সূর্যাস্ত তাড়াতাড়ি হয়। তাই সাড়ে নটার জায়গায় খেলা সকাল ন'টায় টেস্ট শুরু হবে। 

কয়েকদিন আগেই দলের সঙ্গে যোগ দেন লুঙ্গি এনগিডি। জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবার লাল বলের ক্রিকেটে দেখা গিয়েছে প্রোটিয়া পেসারকে। কাগিসো রাবাডার পরিবর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এনগিডিকে। বুকের পাঁজরে চোটের জন্য প্রথম টেস্টে খেলেননি দক্ষিণ আফ্রিকার একনম্বর বোলার। শনিবার গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। রাবাডার অনুপস্থিতিতে প্রোটিয়াদের পেস আক্রমণকে নেতৃত্ব দেন মার্কো জ্যানসেন। ছিলেন করবিন বস এবং উইয়ান মুলডার। ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে বাদ পড়েন এনগিডি। পাকিস্তান সফরেও যাননি তিনি। কিন্তু অবশেষে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্টে জায়গা পেলেন ২৯ বছরের পেসার। অন্যদিকে ভারতীয় শিবিরের খবরও খুব একটা ভাল নয়। চোটের জন্য দ্বিতীয় টেস্টে নেই শুভমন গিল। দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। টেস্ট সিরিজে গিলের ডেপুটি তিনি। সিরিজে সমতা ফেরাতে নামবে টিম ইন্ডিয়া।