আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজই ড্রেস রিহার্সাল। কিন্তু প্রথম ম্যাচেই ধাক্কা খেল টিম ইন্ডিয়ার প্রস্তুতি। হাঁটুতে সামান্য চোটের জন্য নাগপুরে খেলতে পারছেন না বিরাট কোহলি। আর একদিনের আন্তর্জাতিকে অভিষেক হল যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার। 


টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। রোহিত শর্মা তখনই জানিয়ে দেন, ‘‌চোটের জন্য খেলছেন না বিরাট। আর অভিষেক হচ্ছে যশস্বী ও রানার।’‌ 


দলে যশস্বী আসায় রোহিতের সঙ্গে ওপেন করবেন সম্ভবত তিনিই। তিনে আসতে পারেন শ্রেয়স। চারে গিল। আবার বিরাট না থাকায় গিলও আসতে পারেন তিনে। পাঁচে রাহুল। ছয়ে হার্দিক। সাত ও আটে স্পিনার অলরাউন্ডার হিসেবে আছেন অক্ষর ও জাদেজা। দুই পেসার রানা ও সামি। স্বীকৃত স্পিনার হিসেবে কুলদীপ। দীর্ঘদিন পর দলে ফিরলেন বাঁহাতি স্পিনার।


বরুণ চক্রবর্তীকে রাখা হয়নি প্রথম একাদশে। ঋষভ পন্থকেও প্রথম একাদশে রাখা হয়নি। প্রথম উইকেটকিপার হিসেবে প্রথম একাদশে রয়েছেন রাহুল। অর্শদীপ সিংও জায়গা পাননি প্রথম একাদশে। তাঁকে টপকে প্রথম একাদশে ঢুকে পড়লেন রানা। 


এই দল নির্বাচন অনেকগুলি প্রশ্ন তুলে দিয়ে গেল। রাহুল ২০২৩ বিশ্বকাপে উইকেটকিপিং করেছিলেন। যথেষ্ট ভাল পারফর্ম করেছিলেন। ইংল্যান্ড সিরিজেও রাহুলের উপর আস্থা রাখা হল। প্রশ্ন উঠছে, তাহলে কী রাহুলই চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ টিম ইন্ডিয়ার। 


বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত নন। তিনি না পারলে রানা হবেন প্রথম পছন্দ। তাই সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে রানাকে রাখা হল। আর ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর একদিনের আন্তর্জাতিকে ফিরলেন সামি। 


এদিকে, নতুন জার্সিতে ইংল্যান্ড সিরিজে মাঠে নামল ভারত। এই জার্সি পরেই দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।