একের পর এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। খানিকটা সুস্থ হয়ে কাজে ফেরার পর আবার অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। সমাজমাধ্যমে পোস্ট করে সৌমিতৃষা জানিয়েছেন, 'আমি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছি এবং এই মুহূর্তে আমার চিকিৎসা চলছে। দুর্ভাগ্যবশত এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমি যোগদান করতে পারব না। আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন একটি দারুণ প্রয়াস নেওয়ার জন্য এবং এই উৎসবকে প্রত্যেক বছর এতটা বিশেষ করে তোলার জন্য।'
স্বাভাবিকভাবেই অত্যন্ত মন খারাপ অভিনেত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে তাঁর পাশেই দেখা যায় সৌমিতৃষাকে। সম্প্রতি দুর্গাপুজোর পর কার্নিভাল থেকে এসআইআর নিয়ে রাস্তায় প্রতিবাদ করতেও মুখ্যমন্ত্রী পাশে দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে ইচ্ছে থাকলেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই বছর আর থাকতে পারছেন না তিনি। ২০২৫ এর শুরু থেকেই নানা ধরনের অসুস্থতায় ভুগছেন সৌমিতৃষা। কখনও অ্যাক্সিডেন্ট, কখনও আবার কিডনিতে স্টোন, যে কারণে দীর্ঘকালীন চিকিৎসা পদ্ধতির মধ্যে থাকতে হয় তাঁকে। তাই বহুদিন অভিনয় জগত থেকে দূরে থাকতে হয়েছে সৌমিতৃষাকে।
এমনকী মাঝে সমাজমাধ্যমেও দেখা যেত না এই অভিনেত্রীকে। তবে খানিকটা সুস্থ হয়ে ওঠার পর ধীরে ধীরে বাড়িতেই ভ্লগিং শুরু করেন তিনি এবং কিছুদিন আগেই আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরেছেন সৌমিতৃষা। 'কালরাত্রি ২'-এর শুটিং সেরে ফেলেছেন অভিনেত্রী। তবে এই শুটিং করার মাঝে আবার একটু অসুস্থ হয়ে পড়েন সৌমিতৃষা। যদিও তার মধ্যেও ফেডারেশনের বিজয়া সম্মিলনীতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
সেই মঞ্চ থেকে তিনি বলেছিলেন, "এই বছরটা কাটিয়ে উঠতে পারলে সত্যি হয়তো শারীরিক ও মানসিকভাবে আমি একটু শান্তি পাব, কারণ একের পর এক অসুস্থতা থেকেই যাচ্ছে।" এর মধ্যেই আবার সমাজমাধ্যমেই দুঃসংবাদ দিলেন অভিনেত্রী। ইচ্ছে থাকলেও চলচ্চিত্র উৎসবে যোগদান করতে পারবেন না সৌমিতৃষা। ঠিক যেমন ইচ্ছে থাকলেও এতদিন শারীরিক অবস্থার কারণে নতুন কোনও কাজ শুরু করতে পারেননি তিনি।
জি বাংলার 'মিঠাই' ধারাবাহিকের মাধ্যমে দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন সৌমিতৃষা। যদিও অভিনয়ের কেরিয়ার অনেক আগেই শুরু করেছেন তিনি। তবে এখনও সৌমিতৃষা দর্শকের কাছে সেই 'মিঠাই'-ই। তবে এরপর বড়পর্দায় 'প্রধান' ছবিতে দেবের বিপরীতে অভিনয় করলেও এই ধারাবাহিকের মত জনপ্রিয়তা আর পাননি।
এই মুহূর্তে ওয়েব সিরিজের কাজ করলে ছোটপর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। যদিও তার অন্যতম কারণ শারীরিক অবস্থা। যদি এখনই সৌমিতৃষা ছোটপর্দায় ফিরতে চান কিনা তা জানা যায়নি। তবে তাঁর যে শারীরিক অবস্থা তাতে দিনের পর দিন অনেক ঘন্টা ধরে অভিনয় করা এই মুহূর্তে সৌমিতৃষার জন্য সম্ভব নয়।
যদিও একটু সুস্থ হয়ে আবার পুরনো নিয়মে ফিরছিলেন সৌমিতৃষা, তাতে বাধ সাধল ম্যালেরিয়া। কঠিন রোগে ভুগে সুস্থ হওয়ার পরই আবার নতুন রোগে জর্জরিত অভিনেত্রী। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।
