আজকাল ওয়েবডেস্ক: সন্তোষ ট্রফির মূলপর্বে দুদ্দাড়িয়ে শুরু করল বাংলা। শনিবার বাংলা ৩-১ গোলে হারাল জম্মু-কাশ্মীরকে। যোগ্যতা অর্জন পর্বে তিনটি ম্যাচেই জিতেছিল জম্মু-কাশ্মীর। সেই দলকে এদিন বিধ্বস্ত করল বাংলা। সঞ্জয় সেনের দলের আক্রমণে বিপর্যস্ত হল জম্মু-কাশ্মীর। 

রবি হাঁসদা গোল করে প্রথমে এগিয়ে দেন বাংলাকে। তার পরে নরহরি শ্রেষ্ঠ ও বিক্রম প্রধান বাংলার দ্বিতীয় ও তৃতীয় গোলটি করেন। 
যোগ্যতা অর্জন পর্বে বাংলা ১১টি গোল করেছিল। সেই ধারাই অব্যাহত রইল মূলপর্বেও। 

বাংলা ৩২ বার সন্তোষ ট্রফি জিতেছে। কিন্তু গত কয়েক বছরে বাংলায় সন্তোষ আসেনি। এবার সঞ্জয় সেনের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলার রিমোট কন্ট্রোল। যোগ্যতা অর্জন পর্বে ছুটেছে বাংলার রথ। মূলপর্বেও সেই ধারা অব্যাহত। 

যোগ্যতা অর্জন পর্বের পরে মূলপর্বে বাংলা যেভাবে শুরু করেছে, তাতে স্বপ্ন দেখতে শুরু করেছেন বাংলার সমর্থকরা। শেষ পর্যন্ত কী হবে, তার উত্তর দেবে সময়। তবে মূলপর্বের প্রথম ম্যাচে বাংলা শিবির কিন্তু বিধ্বস্ত করল জম্মু-কাশ্মীরকে।