আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের কাডাপাতে অনুষ্ঠিত ৬৯তম জাতীয় স্কুল গেমসের ভলিবলে বাংলার কন্যাশ্রীরা আবারও চ্যাম্পিয়ন। ৪ থেকে ৯ জানুয়ারি অনূর্ধ্ব-১৪ বালিকাদের ভলিবল প্রতিযোগিতা অন্ধ্রপ্রদেশের কাডাপাতে অনুষ্ঠিত হয়। প্রথমে গ্রুপ লিগে হিমাচল প্রদেশ এবং কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের (কেভিএস) টিমকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। শেষ ষোলোয় কর্ণাটক এবং কোয়ার্টার ফাইনালে উত্তর প্রদেশকে হারিয়ে অতি সহজেই সেমিফাইনালে পৌঁছে যায় বাংলা। 

সেমিফাইনালে রাজস্থানকে ৩ -১ সেটে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলার মেয়েরা। ফাইনালে গত বছরের রানার্স হরিয়ানার কাছে প্রথম সেট হারে। তারপর পরপর তিন সেট জিতে গত বছরের মতো এবছরও দেশের সেরার শিরোপা অর্জন করে বাংলার মেয়েদের ভলিবল দল। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন হুগলি জেলার রূপকথা ঘোষ, সেয়াংসি ঘোষ অঙ্কিতা রায়, শ্রুতি দাস, হাওড়া জেলার মোম কারার, অরিঞ্জিতা মাইতি, উত্তর ২৪ পরগনার অদ্রিকা দাস, দক্ষিণ ২৪ পরগনার সরন্না ঘোষ। এই দলে হুগলি জেলা থেকে ছ'জন মেয়ে নেতৃত্ব দিয়েছে। উত্তর ২৪ পরগনা থেকে তিন তনয়া অংশ নেয়। হাওড়া জেলা থেকে দু'জন এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার একজন ছিল এই দলের সদস্য। 

এই নিয়ে পরপর দু'বার অনূর্ধ্ব-১৪ মেয়েদের দল জাতীয় স্কুল গেমসের ভলি বলের শিখরে পৌঁছল। রাজ্যস্তরের ভলিবল প্রতিযোগিতা হওয়ার পরে চূড়ান্ত দল বেছে নেওয়া হয়। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের শরীর শিক্ষা ও ক্রীড়া বিভাগের পরিচালনায় এবং শ্রীরামপুরের সবুজ সাথী ক্লাবের সহযোগিতায় শ্রীরামপুরের সবুজ সাথী মাঠে ৪৫ দিনব্যাপি কোচিং ক্যাম্পে জাতীয় গেমমের প্রস্তুতি চলে। দলের কোচ ছিলেন শ্রীরামপুরের প্রদীপ ভট্টাচার্য, ম্যানেজার ছিলেন মীনাক্ষী ঘোষ এবং ছিলেন চিফ অফ দ্য মিশন কিশোর কুমার মালাকার। বাংলা দলের ধারাবাহিক সাফল্যে গর্বিত বাংলার শরীর শিক্ষার শিক্ষকরা।