আজকাল ওয়েবডেস্ক: স্কুল জিমন্যাস্টিক্সে জয়জয়কার বাংলার। ৬৯তম জাতীয় স্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা কলকাতায় অনুষ্ঠিত হল। অনূর্ধ্ব-১৪ ছেলে এবং মেয়েদের বিভাগে বাংলার অসাধারণ পারফরম্যান্স। অ্যাপারেটাস চ্যাম্পিয়নশিপের আনইভেন বারস ও ব্যালেন্সিং বিমে সাফল্য পায় বাংলা। এই দুই বিভাগেই সেরার সেরা হয়ে সোনা জেতে বাংলার মেয়ে হাওড়ার শ্রেয়া ঘোষাল। ভল্ট বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন উত্তর ২৪ পরগনা জেলার বঙ্গতনয়া প্রীতি জানা। এছাড়াও ব্যালেন্সিং বিম ও ফ্লোর এক্সারসাইজ বিভাগে ব্রোঞ্জ পান প্রীতি জনা। অনূর্ধ্ব-১৪ মেয়েদের বিভাগে বাংলার মেয়েরা চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় স্থান পায় মহারাষ্ট্র। তৃতীয় সিআইএসসিই।

অনূর্ধ্ব-১৪ ছেলেদের বিভাগে অ্যাপারেটাস চ্যাম্পিয়নশিপের ফ্লোর এক্সারসাইজ এবং পামেল হস বিভাগে প্রথম হন হাওড়ার প্রিয়াংশু নাথ ঠাকুর। রিংসও প্যারালাল বারস এ দ্বিতীয় স্থান অর্জন করেন প্রিয়াংশু নাথ ঠাকুর। রিংস ও প্যারালাল বারস এ প্রথম হন হুগলি জেলার ওইহিক দাস। ফ্লোর এক্সারসাইজে দ্বিতীয় স্থান পান ওইহিক।অনূর্ধ্ব-১৪ মেয়েদের বিভাগে বাংলার মেয়েরা চ্যাম্পিয়ন হয়। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয়ের দল গত বছর জাতীয় স্তরে সপ্তম স্থানে ছিল। এবার বাংলা জাতীয় স্তরের পঞ্চম স্থানে। ভলিবল, সাঁতার, টেবিল টেনিস, জিমন্যাস্টিক্স এবং যোগাসনে এগিয়ে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঠিক দিকনির্দেশনায় ক্রীড়াক্ষেত্রে বাংলার আরও সাফল্য কামনার আশায় সকলে।