আজকাল ওয়েবডেস্ক: সন্তোষ ট্রফির মূলপর্বে ফের জয়ের সরণীতে বাংলা। এদিন সার্ভিসেসকে ১-০ গোলে হারাল সঞ্জয় সেনের ছেলেরা। 

মণিপুরের বিরুদ্ধে আগের ম্যাচেই গোলশূন্য ড্র করেছিল বাংলা।  

রাজস্থানকে হারিয়ে বাংলা জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করেছে আগেই। বাংলা ২-০ গোলে হারায় রাজস্থানকে। বাংলার হয়ে গোল করেন রবিলাল মান্ডি ও নরহরি শ্রেষ্ঠ। 

প্রথম ম্যাচে বাংলা ৩-১ গোলে মাটি ধরায় জম্মু-কাশ্মীরকে। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ম্যাচে রবি হাঁসদা গোল করেছিলেন। গোল পেয়েছিলেন নরহরি শ্রেষ্ঠও। দ্বিতীয় ম্যাচেও রবি ও নরহরি শ্রেষ্ঠ জ্বলে ওঠেন।  

দ্বিতীয় ম্যাচে তেলেঙ্গানাকে ৩-০  গোলে হারায় বাংলা শিবির। সন্তোষ ট্রফিতে থামানো যাচ্ছে না বাংলাকে। তেলেঙ্গানার বিরুদ্ধে বাংলার হয়ে জোড়া গোল করেন নরহরি শ্রেষ্ঠ এবং একটি গোল করেন রবি হাঁসদা। 

রাজস্থানকে উড়িয়ে দিয়ে জয়ের হ্যাটট্রিক করার পরের ম্যাচে মণিপুরের সঙ্গে গোলশূন্য ড্র করে সঞ্জয় সেনের বাংলা। কিন্তু সার্ভিসেসের বিরুদ্ধে ফের জয়ের রাস্তায় ফিরলেন নরহরি শ্রেষ্ঠারা।