আজকাল ওয়েবডেস্ক: সার্ভিসেসের বিরুদ্ধে পুরো সাত পয়েন্ট পেল বাংলা। বোনাস পয়েন্ট নিয়ে জেতায় রঞ্জি ট্রফির নক আউটে পৌঁছল তারা।

রবিবার ছিল চতুর্থ দিন। আর চতুর্থ দিনেই সার্ভিসেসকে ইনিংস ও ৪৬ রানে হারিয়ে নক আউটের টিকিট জোগাড় করে ফেললেন মহম্মদ শামিরা

সার্ভিসেসের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে করে ৫১৯ রান। সুদীপ চ্যাটার্জি ২০১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। অভিমন্যু ঈশ্বরণ ৮১ ও সাকিব গান্ধির অপরাজিত ৯১ রানের সৌজন্যে বাংলা প্রথম ইনিংসে পাহাড়প্রমাণ রান করে।

সার্ভিসেসের প্রথম ইনিংস থেমে যায় ১৮৬ রানে। মহম্মদ সামিরউইকেটের পাশাপাশি আকাশ দীপ ৩টি ও সূরয জয়সওয়াল ৪টি উইকেট পান। ফলো অন হয় সার্ভিসেসের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে সার্ভিসেসের রান ছিল ৮ উইকেটে ২৩১ রান।

তখনই জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছিল বাংলা শিবির। চতুর্থ দিনের সকালে সার্ভিসেসকে নিকেশ করে নক আউটের ছাড়পত্র জোগাড় করে নেয় লক্ষ্ণীরতন শুক্লার বাংলা। মহম্মদ সামি ৫১ রানের বিনিময়ে পাঁচ-পাঁচটি উইকেট নেন। মুকেশ কুমার ৫৬ রানে ২টি উইকেট নেন।