আজকাল ওয়েবডেস্ক: চতুর্থ টেস্টের আগে টিম ইন্ডিয়ার উদ্দেশে হুঁশিয়ারি বেন স্টোকসের। লর্ডসে শুভমন গিলের সঙ্গে ঝামেলায় জড়ান জ্যাক ক্রলি। অনেকেই মনে করেন, এই ঘটনাই ইংল্যান্ডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। এবার ম্যাঞ্চেস্টার টেস্ট শুরুর আগে ঘুরিয়ে ভারতীয় দলকে সতর্কবাণী থ্রি লায়ন্সদের অধিনায়কের। জানিয়ে দিলেন, ইটের জবাব পাটকেলে দিতে তৈরি তাঁরা। টেস্ট চলাকালীন মাঠে যাবতীয় বিতর্ক, তর্কাতর্কির সামনাসামনি হতে তাঁরা প্রস্তুত। স্টোকস বলেন, 'এটা বড় সিরিজ। তাই মাঠে বিতর্ক, রাগারাগি হতেই পারে। ইংল্যান্ড কি এতদিন ভাল ব্যবহার করেছে? অনেকটাই। আমরা ইচ্ছাকৃতভাবে কিছু শুরু করব না। তবে আমরা পিছিয়েও আসব না।' 

পাঁচ ম্যাচের সিরিজে ১-২ এ পিছিয়ে ভারত। ম্যাঞ্চেস্টারে গিলদের ডু অর ডাই ম্যাচ। এই অবস্থায় দুই পক্ষই মাঠে মেজাজ হারাতে পারে। তবে যাই হোক না কেন, প্রস্তুত তাঁরা। চতুর্থ টেস্টের আগে হুঙ্কার ইংল্যান্ডের নেতার। লর্ডসে নিজেকে নিংড়ে দেন বেন। লম্বা স্পেল করেন। টেস্টের পর রিকভারি প্রক্রিয়া যে মোটেই সহজ ছিল না, সেটা জানাতে দ্বিধা করেননি। স্টোকস বলেন, 'আমি টানা দু'দিন বিছানায় ছিলাম। মনে হয়েছিল, পরিবারের সঙ্গে আমি দীর্ঘ দূরত্বের সম্পর্কে আছি। এরকম রুদ্ধশ্বাস জয়ের পর ব্রেক সবসময় ভাল। পরের সপ্তাহে একই এনার্জি নিয়ে ঝাঁপানোর চেষ্টা করব।' ইংল্যান্ড দলে একটা পরিবর্তন হয়েছে। শোয়েব বশিরের জায়গায় সুযোগ পান লিয়াম ডসন। স্টোকস মনে করছেন, এরকম পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। লিয়ামকে নিয়ে যথেষ্ঠ আশাবাদী। ডসনের প্রত্যাবর্তন আশ্চর্যের। ২০১৭ সালের পর এই প্রথম টেস্টে খেলবেন ৩৫ বছরের ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে ৩৭১ উইকেট রয়েছে তাঁর। গত দু'বছরে ভাল খেলেছেন। তারই পুরস্কার পেলেন।

ক্রিস ওকসের প্রশংসা করেন স্টোকস। ম্যাঞ্চেস্টারে রেকর্ড ভাল ইংল্যান্ডের পেসারের। সিরিজ জিততে তাঁর দিকে তাকিয়ে থাকবে দল। স্টোকস বলেন, 'আমরা একটা লম্বা বিরতি পেয়েছি। তরতাজা হয়ে নামার সুযোগ আছে। ম্যাঞ্চেস্টারে ওকসের রেকর্ড ভাল।' প্রসঙ্গত, স্টোকসকে নিয়ে চিন্তিত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্টিভেন ফিন। লর্ডস টেস্টের পারফরম্যান্সের জন্য ইংল্যান্ডের অধিনায়কের প্রশংসা করলেও, আশঙ্কা দেখছেন। কয়েকদিন আগেই চোট সারিয়ে ফেরেন। নিজের ওপর বাড়তি চাপ নিয়ে ফেলায়, আবার চোট-আঘাতের আশঙ্কা করছেন ইংল্যান্ডের প্রাক্তনী। ফিন বলেন, 'প্রত্যেকবার স্টোকস বড় স্পেল করলেই ভয় লাগে। মনে হয়, এটা যেন সেই স্পেল না হয় যেখানে ও নিজের সবকিছু নিংড়ে দিয়েছে। ও অসাধারণ ক্রিকেটার। তবে ওর প্রতিযোগিতামূলক মনোভাব এবং ম্যাচ জেতার তাগিদ ওকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটাই ওকে বিশেষ করে তোলে।' রাত পোহালেই ভারতের সিরিজে টিকে থাকার লড়াই শুরু।