আজকাল ওয়েবডেস্ক:‌ চোট পেয়েছেন ঋষভ পন্থ। ম্যাঞ্চেস্টার টেস্টে। কোনওমতে প্রথম ইনিংসে ব্যাট করলেও যথেষ্ট ঝুঁকি ছিল। তিনি ব্যাট না করতে পারলে ভারতকে দশ জনে খেলতে হত। অনেকেই ক্রিকেটে পরিবর্ত খেলোয়াড়ের দাবি তুলেছেন। সেই দাবিতে রাজি টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরও। তবে ভারতের কোচের প্রস্তাব উড়িয়ে দিয়েছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস।


রবিবার ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে পরিবর্ত ক্রিকেটারের প্রসঙ্গ ওঠে। গম্ভীর বলেন, ‘‌অবশ্যই আমি এটার পক্ষে। আম্পায়ার এবং ম্যাচ রেফারি যদি মনে করেন চোট গুরুতর, তখন এই নিয়ম কাজে লাগাতে পারেন। যদি বাইরে থেকে চোট বোঝা যায়, তা হলে পরিবর্ত ক্রিকেটার নামানোর নিয়ম থাকা উচিত। কোনও খারাপ নেই এতে। বিশেষত এ ধরনের হাড্ডাহাড্ডি সিরিজে এই নিয়ম অনেক সাহায্য করতে পারে। ভাবুন যদি ওদের ১১ জনের বিরুদ্ধে আমাদের ১০ জনকে খেলতে হত তা হলে কতটা দুর্ভাগ্যজনক হত।’‌ 


তবে স্টোকসের মতে, এই আইন চালু হলে দলগুলি ফাঁকফোকর খুঁজে বার করে অপব্যবহার করার চেষ্টা করবে। তিনি বলেছেন, ‘‌এই নিয়মে অনেক ফাঁক তৈরি হবে। আপনি ১১ জনকে বেছে নিচ্ছেন। কারও চোট হতেই পারে। কনকাশন পরিবর্তের ব্যাপারে তা–ও বুঝতে পারি। খেলোয়াড়দের স্বাস্থ্য, সুরক্ষার কথা ভেবে ওই নিয়ম। কিন্তু যে কোনও চোটেই পরিবর্ত নামানোর নিয়ম হলে তা একেবারেই ভাল হবে না।’‌ 


কেন তিনি এই নিয়মের বিরোধী তা জানিয়ে স্টোকস বলেছেন, ‘‌ধরুন কাউকে এমআরআই স্ক্যান করা হল। দেখা গেল হাঁটু ফুলে গিয়েছে। সঙ্গে সঙ্গে সেই দল পরিবর্ত ক্রিকেটারের আবেদন করবে যে তরতাজা হয়ে নামবে। এই ধরনের আলোচনা পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত।’‌ 

এদিকে, ভাঙা পা নিয়ে খেলেছিলেন ম্যাঞ্চেস্টার টেস্টে। ব্যাট করতে নেমে অর্ধশতরান করেছিলেন। সেই ঋষভ পন্থ এবার দেশে ফিরে যাচ্ছেন। সোমবার নিজের ভাঙা পায়ের ছবি পোস্ট করেছেন ভারতের উইকেটকিপার। সেই সঙ্গে সমর্থকদের উদ্দেশে দিয়েছেন বার্তাও।


চারটি ছবি পোস্ট করেছেন ঋষভ পন্থ। যার প্রথমটিতে দেখা যাচ্ছে, একটি রেস্তরাঁয় বসে রয়েছেন তিনি। হাতে ক্রাচ। ডান পায়ে রঙিন প্লাস্টার। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে তাঁর ডান পায়ে বিশেষ জুতো। হাঁটুর নীচ থেকে প্লাস্টার করা। তৃতীয় ছবিতে পন্থের বার্তা। লিখেছেন, ‘‌যাঁরা আমার জন্য ভালবাসা এবং শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তাঁদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমার শক্তির অন্যতম সেরা উৎস সেগুলো। ভাঙা পা ঠিক হয়ে গেলেই রিহ্যাব শুরু করব। ধীরে ধীরে সে দিকেই এগিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে রেখে, নিজের দৈনন্দিন কাজকর্ম করছি এবং ১০০ শতাংশ দিচ্ছি। দেশের হয়ে খেলা সব সময়ই আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। যে কাজটা ভালবাসি সেটা আবার করার জন্য তর সইছে না।’‌ চতুর্থ ছবিতে আবার রঙিন প্লাস্টার এবং ক্রাচ।


রবিবার ক্রাচে ভর দিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ঋষভ পন্থ। দরকারে ব্যাট করতে নামার জন্যও তৈরি ছিলেন। ম্যাচের পর পন্থকে কুর্নিশ করে কোচ গৌতম গম্ভীর বলেন, ‘‌ভাঙা পা নিয়ে ও যে ভাবে ব্যাট করেছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আগামী প্রজন্ম ওর এই ইনিংস নিয়ে আলোচনা করবেই। ওর চোট পাওয়াটা দুর্ভাগ্যজনক।’‌ পরে ভারতীয় ক্রিকেট বোর্ডও সরকারি ভাবে জানিয়ে দেয়, শেষ টেস্টে পন্থকে পাওয়া যাবে না। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে এন জগদীশনকে।